মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ
মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ
গাইবান্ধা :: সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন ও সরকারের দুঃশাসনের একবছর পুর্তিতে গত ৩০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসুচীর দিন ঢাকায় বামজোটের মিছিলে পুলিশিী হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা শহরে বামজোটের মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের রেলগেট থেকে বের হয়ে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির, বাম জোটের সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী। সভায় বক্তারা বলেন, ৩০ ডিসেম্বর বামজোটের শান্তিপূর্ন মিছিলে পুলিশ হামলা চালিয়ে আবারো প্রমাণ করেছে এই সরকার ফ্যাসিষ্ট কায়দায় দেশ চালাতে চায়। বক্তারা পুলিশীর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ৩০ ডিসেম্বর মানুষের ভোটাধিকারকে হরণ করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন, এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পুলিশ ও আমলা নির্ভর হয়ে পড়েছে। এই সরকারকে উৎখাত করে বাম প্রগতিশীল সরকার গঠন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
শীতার্ত মানুষের পাশে আফরুজা বারী
গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী। আজ মঙ্গলবার বামনডাঙ্গার নিজ বাড়িতে উপস্থিত থেকে সব ইউনিয়নের প্রতিনিধিদের কাছে পাঁচ হাজার কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র সরবরাহ করেন তিনি। দিনভর এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এসময় উপস্থিত শীতার্ত অসহায় মানুষদের সাথে কথা বলেন এবং তাদের গায়ে শীত নিবারণের বস্ত্র জড়িয়ে দেন।
শীতবস্ত্র বিতরণকালে আফরুজা বারী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগনের কল্যাণ। জনগনের স্বার্থ রক্ষায় দেশের সর্বস্তরে তার নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে প্রধান লক্ষ্য জনগনের কল্যাণ। জনগনের স্বার্থ রক্ষায় দেশের সর্বস্তরে তার নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছি আমরা। জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, আশা করি একজন মানুষও শীতে কষ্ট পেয়ে মারা যাবে না। এটা আমার বিশ্বাস।’ জনগনের শক্তি আমাদের পাশে আছে মন্তব্য করে আফরুজা বলেন, সুন্দরগঞ্জ আগামীতে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে।
শীতবস্ত্র সরবরাহকালে সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সুলেমানসহ এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একই দিনে ছোট ভাই শহীদ মঞ্জুরুল ইসলাম লিটনের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলেও অংশ নেন আফরুজা বারী। সেখানে সম্প্রতি লিটন হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেন। রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।