বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বই বিতরণী উৎসব
ঈশ্বরগঞ্জে বই বিতরণী উৎসব
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সারা দেশের ন্যায় ২০২০ সনের আজ ১ জানুয়ারী কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিতে ‘বই বিতরণ উৎসব’ পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে উপজেলার প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসায় এই উৎসব পালিত হয়। আনুষ্ঠানিকভাবে বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরণী উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। এসময় ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, আ’লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল প্রমুখ। পরে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা, চরণিখলা উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও কলেহ, শহীদ আব্দুল মতিন প্রতিবন্ধী একাডেমিতে বই বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য। সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহীদুল্লাহ ও চরণিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফ প্রমুখ।