বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » দেশের বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত
দেশের বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রাঙামাটিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রাঙামাটি :: “সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকালে জেলা পরিষদ, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
সমাজকল্যান বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কাচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষে কাজ করছে। আমাদের সকলের দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলেই এদেশ সোনার বাংলায় পরিণত হবে।
পরে বিধবা ভাতার বই, সুবর্ণ নাগরিক কার্ড, রোগীদের মাঝে নগদ অর্থ, ক্ষুদ্রĹন ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ‘সমাজ সেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি’ শীর্ষক এক আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, শহর সমাজসেবা বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান মলি¬ক, সদর উপজেলা সমাজসেবা বিভাগেরনাসির উদ্দিন, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফ আলী, ডা. মাহমুদুল হক, আব্দুল্যাহ আল মুফতি ও তেমিজুল ইসলাম প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আত্রাইয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “সোনার বাংলায় মুজিব বষের্, সমাজকল্যান এগিয়ে চলে” এবারে প্রতিপাদ্য সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আত্রাই উপজেলা সমাজ সেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাবিবুর রহমান,সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী আনোয়ার হোসেন, ফরিদুল আলম পিন্টু ও কম্পিউটার প্রশিক্ষক ইলিয়াস আহমেদ প্রমুখ।
বিশ্বনাথে জাতীয় সমাজসেবা দিবস পালিত
বিশ্বনাথ :: ‘সোনার বাংলার মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়েরের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল আহমদ চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল মজিদ প্রমুখ।