রবিবার ● ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে আ’লীগ নেতা পাইহ্লাঅংকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন করেছে জেলা পরিষদ চেয়ারম্যান
বান্দরবানে আ’লীগ নেতা পাইহ্লাঅংকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন করেছে জেলা পরিষদ চেয়ারম্যান
বান্দরবান প্রতিনিধি ::বান্দরবানে চলমান সন্ত্রাসী কর্মকান্ড ও আওয়ামী লীগ নেতা হত্যা, আওয়ামী লীগের নেতাদের মুঠোফোনে হত্যার হুমকি,চাঁদাবাজি এবং সর্বশেষ গত শনিবার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমাকে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের সাঙ্গে সংবাদ সম্মেলন করেছে চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা। আজ রবিবার ৫ জানুয়ারি বেলা ১২ টায় বান্দরবান জেলা পরিষদ এর হলরুমেএ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা। তিনি বলেন, বান্দরবানে আ.লীগনেতা হত্যকান্ড ও নেতাদের হত্যার হুমকি এবং চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ। আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে ও তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেও বলেছি এবং প্রশাসনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জরুরীভাবে স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এর প্রতিকার চাই। এই সন্ত্রাসী গোষ্ঠী দের কঠোরভাবে দমন করতে না পারলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে না। ইতি মধ্যে অনেক উন্নয়ন কাজ বন্ধ হয়ে আছে তাদের চাঁদাবাজির কারণে।
এ সময় অভিযোগ করে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা ও রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা বলেন, সদর উপজেলার বিভিন্ন গ্রামে সন্ত্রাসীদের কার্যক্রমের মাত্রা ছড়িয়ে গেছে। তারা দিনদুপুরে চাঁদাবাজিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে। অনেক নেতা-কর্মী বিভিন্ন গ্রাম ছেড়ে এখন শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে।
সদর উপজেলা আ.লীগের সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, গতকাল শনিবার আমাকে কোন একটি সন্ত্রাসী গোষ্ঠী মুঠোফোনে হুমকি দিয়েছেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এর প্রতিকার চাই।
এসময় জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ বলেন, সন্ত্রাসীদের এই কর্মকান্ডের কারণে পাহাড়ের বিভিন্ন পাড়ার হেডম্যান কার্বারীদের সামাজিক বিচার কার্য ব্যাহত হচ্ছে। এবং তাদের কৃষ্টি কালচারের রীতিনীতি গুলোর উপরেও সন্ত্রসীরা হস্তক্ষেপ করছে। বিভিন্ন গ্রামে তারা হামলাসহ নানা অপরাধ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা না নিলে আগামীতে বিভিন্ন পাড়াগুলোতে বসবাস অনুপযোগী হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজু মাং মারমা,সদর ইউনিয়নের চেয়ারম্যান সার্চপ্রু মারমা (সাবুখয়), রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা,পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশসহ বান্দরবানে কর্মরত অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।