সোমবার ● ৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ ৬ জানুয়ারি সোমবার এক বিবৃতিতে গতকাল সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ ও মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন সংবেদনশীল ও নিরাপদ একটি এলাকায় এরকম ধর্ষণের ঘটনা বিস্ময়কর।
বিবৃতিতে তারা বলেন বেশীরভাগ ক্ষেত্রে ধর্ষকেরা ধরাছোঁয়ার বাইরে থাকে বলে ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা অব্যাহত রয়েছে। তারা বলেন, অনেক ক্ষেত্রে এই সব ধর্ষকেরা রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় দাপিয়ে বেড়ায়।
নেতৃবৃন্দ বলেন, সরকার অহরহ নারী উন্নয়নের কথা বললেও এখনও পর্যন্ত নারীদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। কুমিল্লা ক্যান্টনমেন্টের এলাকায় ধর্ষিত ও নিহত অনুর হত্যাকারীরা আজ পর্যন্ত গ্রেফতার হয়নি, তাদের বিচার হয়নি।
নেতৃবৃন্দ অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ধর্ষণকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। একই সাথে তারা এইসব ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।