বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » দুর্নীতির বিরুদ্ধে সরকার তার ওয়াদা রাখতে পারেনি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
দুর্নীতির বিরুদ্ধে সরকার তার ওয়াদা রাখতে পারেনি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের তিন দিনব্যাপী সভা শেষে আজ গৃহীত প্রস্তাবে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে সরকার দেশবাসীকে দেওয়া তাদের ওয়াদা রাখতে পারেনি। মাদক আর ভেজাল বিরোধী অভিযানের মত দুর্নীতির বিরুদ্ধে সরকারি অভিযানও বহু আগে মুখ থুবড়ে পড়েছে। সরকারের পরোক্ষ মদদে গা ঢাকা দেওয়া ক্যাসিনো মাফিয়া, দুর্নীতিবাজেরা আবারও ফিরে এসেছে; পুনর্বাসিত হতে শুরু করেছে; সিটি কর্পোরেশন নির্বাচনেও তারা অংশ নিচ্ছে। প্রস্তাবে বলা হয় দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকারের বিশ্বাসযোগ্যতা প্রমাণে আগে উপর থেকে নীচ পর্যন্ত সরকারের ঘর পরিস্কার করতে হবে, চিহ্নিত মেগা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করতে হবে। ব্যাংকিং, শেয়ার মার্কেটসহ আর্থিক খাতে হাজার হাজার টাকা লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা দরকার। প্রস্তাবে উল্লেখ করা হয় শেয়ার মার্কেট লোপাটকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিবর্গরা যখন সরকারের চারিপাশে ঘুরে বেড়ায় তখন মানুষের আর ভরসা রাখার জায়গা থাকে না। প্রস্তাবে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিস্কার করতে সকল মন্ত্রী ও শীর্ষ আমলাদের সম্পদের বিবরণ জনসমক্ষে প্রকাশ করার দাবি জানানো হয়।
সভায় গৃহীত আর এক প্রস্তাবে বলা হয় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা প্রদান না করার যে কথা বলা হয়েছে আশা করি সরকার তা রক্ষা করবে। প্রস্তাবে বলা হয় সরকার ও সরকারি দল যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে বিরোধী দল ও জনগণের জন্যে একই অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
সভায় আরেক প্রস্তাবে ভরা মৌসুমে পিঁয়াজের অগ্নিমূল্যে উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকরি ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় অপর এক প্রস্তাবে সম্প্রতি মন্ত্রী পরিষদের বছরে একাধিকবার জ¦ালানীর মূল্যবৃদ্ধির সুযোগ রেখে গৃহীত সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয় এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীতে পার্টির সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।