সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের কালীগঞ্জে চিকিত্সকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন
গাজীপুরের কালীগঞ্জে চিকিত্সকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের চিকিত্সক ইন্দ্রজিত্ কুমার কুন্ডের অবহেলায় ময়নাল হোসেন (৪০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনার খবর দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়৷ এর প্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্রে পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
২৫ জানুয়ারি সোমবার ওই কমিটি সরেজমিনে বেলা ১১টায় সেন্ট্রাল হাসপাতালে তদনত্ম করতে যান৷
জানা যায়, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থোপেডিক্স ও সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. হুমায়ন-আল-রহমানকে সভাপতি, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মুস্তাক হোসেন, ইএনটি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ খলিলুর রহমানকে সদস্য ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দকে সদস্য সচিব করে ৪ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়৷
কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, চিকিত্সক ইন্দ্রজিত্ কুমার কুন্ড ছুটি না পাওয়ায় তিনি আসতে পারেননি৷ আগামী ২৭ জানুয়ারি বুধবারের মধ্যে তদন্ত কাজ শেষে সভাপতির নিকট প্রতিবেদন দাখিল করা হবে৷
উল্লেখ্য, ১৭ জানুয়ারি রবিবার রাতে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার সেন্ট্রাল হাসপাতালে ময়নাল হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যু হয়৷ তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জের খোলাবাড়ী গ্রামের সিরাজুল হকের ছেলে৷ তিনি উপজেলার পৌর এলাকার বালীগাঁও গ্রামের নিরঞ্জন চন্দ্র ঘোষ মালীকানাধীন (আরসিসি) ইট ভাটায় শ্রমিকের কাজ করতো৷ ওইদিন বিকেলে ইট ভাটায় মাটি কাটার কাজ করার সময় হঠাত্ জমাট বাঁধা মাটির একটি অংশ তার উপর পড়ে যায়৷ এ সময় ইট ভাটায় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷
সেখানকার কর্তব্যরত চিকিত্সক এম.এম আওরঙ্গজেব আল হোসাইন প্রাথমিক চিকিত্সা শেষে তাকে ঢাকার অর্থোপেডিক্স হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন৷ কিন্তু ওই ইট ভাটায় ম্যানেজার ভবেশ চন্দ্র ঘোষ খরচের কথা চিন্তা করে তাকে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়৷ ওই হাসপাতালের অর্থোপেডিক্স চিকিত্সক ইন্দ্রজিত্ কুমার কুন্ডের তত্ত্বাবধানে চিকিত্সা শুরু হয়৷ এ সময় ময়নালের কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অপারেশন করতে হবে বলে চিকিত্সক কালক্ষেপণ করলে ময়নালের মৃত্যু হয়৷ পরে তড়িঘড়ি করে ওই ইট ভাটার ম্যানেজার ভবেশ অ্যাম্বুলেন্সে করে তাকে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেন৷
আপলোড: ২৫ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩০মিঃ