শনিবার ● ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » সূর্যসেন পল্লীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী
সূর্যসেন পল্লীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী
রাউজান থেকে আমির হামজা :: ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহা নায়ক মাস্টার দা সূর্যসেন পল্লীতে ও সূর্যসেন চত্তরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন, ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাশ। তিনি গতকাল ১০ জানুয়ারী শুক্রবার চট্টগ্রামের রাউজানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকীতে ক্ষণগননা অনুষ্ঠানে যোগদেন। এর আগে তিনি মাস্টার দা সূর্যসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে তিনি সূর্যসেনর পাঠাগার পরিদর্শনে গিয়ে একটি বইয়ে তিনি স্বাক্ষার করেন। এ ছাড়াও তিনি পরে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগননা অনুষ্ঠানে তিনি উদ্বোধন করেন পরে আলোচনা সভায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সেনারা অনেক সহযোগীতা করেছেন বাংলাদেশকে। যুদ্ধে অনেক ভারতীয় সেনা প্রাণও হারিয়ে ছিল। স্বাধীনতার পর থেকে এই দুই দেশের সম্পর্ক বন্ধুর মতো। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীর কাউন্ট ডাউন শুরুর মধ্যদিয়ে ভারতবাসীরাও দিনটি পালন করবেন। রাউজান কলেজ মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী । উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, ভারতীয় হাই কমিশনের প্রথম সেক্রেটারী আনিদ্য ব্যানার্জী ও শুভাশীষ সিংহাসহ প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় দুই কন্ঠাশিল্পী এস,আই টুটুল ও বিন্দুকণা।