রবিবার ● ১২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » মাস্টার দা সূর্যসেনের ৮৭তম ফাঁসি দিবস পালন
মাস্টার দা সূর্যসেনের ৮৭তম ফাঁসি দিবস পালন
স্টাফ রিপোর্টার :: ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক বিপ্লবী নেতা মাস্টার দা সূর্যসেনের ৮৭তম ফাঁসি দিবস যথাযোগ্য মর্যাদায় তার জম্মভুমি চট্টগ্রামের রাউজানে দিবসটি পালিত হয়েছে।
আজ ১২ জানুয়ারী রবিবার সকালে রাউজান সদরে অবস্থিত সূর্য সেন চত্বরে অবক্ষয় মুর্তিতে ও নোয়াপাড়া নিজ গ্রামের সূর্যসেন পল্লীতে ফুল দিয়ে রাউজানের নানা সংগঠনের পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে মাস্টারদা সূর্যসেন পাঠাগারের পরিচালক শ্যামল পালিত এক সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আনোয়ারুল ইসলাম, বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, সাইফুল ইসলাম চৌধুরী রানা, তপন দে, আবু ছালেক, ছাত্রলীগ নেতা, জিল্লুর রহমান মাসুদ ও পিবলু প্রমূখ।