বুধবার ● ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ নগরীতে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা
ময়মনসিংহ নগরীতে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ নগরীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুমা আক্তার (৩৮) ও মেয়ে নাফিয়া আক্তার (১২)কে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শফিকুল ইসলাম শাহিন (৪৮) এর বিরুদ্ধে। এ হত্যাকান্ডের ঘটনা দেখে ফেলায় বড় মেয়ে লাবণ্য (২০)কেও হত্যার চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত শফিকুল ইসলাম শাহিন পালিয়ে যায়।
আজ বুধবার ১৫ জানুয়ারী সন্ধ্যায় নগরীর খাগডহর ঘন্টি এলাকার ফকিরবাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত মেয়ে লাবণ্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম নগরীতে মা ও মেয়েকে হত্যার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় নগরীর খাগডহর ঘন্টি এলাকার ফকিরবাড়িতে নিজ ঘরে শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তার ও মেয়ে নাফিয়া আক্তার (১২)কে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় তাদের বড় মেয়ে লাবণ্য হত্যাকান্ডের ঘটনা দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শাহিন পালিয়ে যায়।
এ ঘটনার পর নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহত লাবন্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে। অভিযুক্ত শফিকুল ইসলাম শাহিন পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।