বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বান্দরবানে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন
বান্দরবানে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে শোভাযাত্রা, বেলুন ও পায়রা উড়িয়ে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই এসএমই পন্য মেলা উদ্বোধন করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমবেত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় মন্ত্রী বলেন, ক্ষুদ্র শিল্পকে দাঁড় করাতে গেলে লোনের প্রয়োজনীয়তা বেশি। এক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসার সাথে যারা জড়িত সেই উদ্যোক্তাদের সহজ শর্তে লোন দিতে ব্যাংকের কর্মকর্তাদের তিনি আহ্বান জানান। কোন শিল্পই একসাথে বড় হয় না, ছোট থেকে বড় দিকে যেতে হলে তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে হয়। নারী উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এসএমই সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।
বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবাগত পুলিশ সুপার জেরিন আখতার, এসএমই ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজার রাহুল বড়ুয়া, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লালছানি লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম ও শামীম হোসেন প্রমুখ।