বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সিনিয়র ষ্টাফ নার্সদের ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন
রাঙামাটিতে সিনিয়র ষ্টাফ নার্সদের ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন
![]()
স্টাফ রিপোর্টার :: সিনিয়র স্টাফ নার্সদের ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আজ বৃহষ্পতিবার ১৬ জানুয়ারি সকালে রাঙামাটি শহরের চম্পক নগরে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট এ ওরিয়েন্টেশন কর্মশালার সনদপত্র বিতরণ করেন সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট এর অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান সরদার এর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি নির্মল বড়ুয়া মিলন, প্রশিক্ষক লিপি চাকমা, প্রশিক্ষক বুলবুলি বড়ুয়া ও প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় ১০দিনব্যাপী কর্মশালার প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং নিপোর্ট এর সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বি.বাড়িয়া ও নোয়াখালী জেলা সমূহের বিভিন্ন উপজেলার ৩০ জন সিনিয়র ষ্টাফ নার্স কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি