শুক্রবার ● ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » চুরি, দুর্নীতি ও দলবাজির কারণে গ্রামীণ প্রকল্পসমূহ গরীবদের কাজে লাগছে না : সাইফুল হক
চুরি, দুর্নীতি ও দলবাজির কারণে গ্রামীণ প্রকল্পসমূহ গরীবদের কাজে লাগছে না : সাইফুল হক
ঢাকা :: খেতমজুর ইউনিয়নের সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকারের কথিত উন্নয়নের রাজনীতি গরীবদেরকে আরো সম্পদহীন করছে, দেশে চরম দারিদ্র বেড়েই চলেছে। দুর্নীতি ও দলবাজির কারণে গ্রামাঞ্চলে সামাজিক সুরক্ষা কর্মসুচি ব্যর্থ হয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বেশীরভাগ বরাদ্দ গ্রামের গরীবদের কাজে লাগছে না। প্রকল্পের চুরি-দুর্নীতি-দলীয়করণের কারণে সরকার প্রদত্ত বরাদ্দ খেতমজুর, ভূমিহীনসহ গ্রামীণ শ্রমজীবীদের জীবনমান উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখতে পারছে না। ভোটের অধিকার না থাকায় গ্রামের গরীবেরা আরো ক্ষমতাহীন ও নিঃস্ব হয়েছে; তাদের সামাজিক গুরুত্বও কমে গেছে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রকল্পে গণতদারকি ব্যবস্থা চালুর দাবি জানান। একই সাথে তিনি গ্রামাঞ্চলে খেতমজুরদের জন্য কর্মসংস্থান নিশ্চয়তা স্কীম চালুরও আহ্বান জানান।
আজ ১৭ জাুয়ারি শুক্রবার খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি উপরোক্ত আহ্বান জানান। সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আকবর খান, কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, সজীব সরকার রতন, মোজাম্মেল হক, ডা. মনোয়ার হোসেন, হামিদুল ইসলাম, আলাউদ্দিন ফকির, এ্যাপোলো জামালী, আমির হামজা, মো. আতাহার, রফিকুল ইসলাম অভি প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের বাঁচার দাবিতে আগামী ২৬ ফেব্রুযারি ‘দাবি দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভার শুরুতে প্রয়াত কৃষক নেতা আবদুস সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।