রবিবার ● ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গুনীজন » আগামীকাল শহীদ আসাদ দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
আগামীকাল শহীদ আসাদ দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
আগামীকাল ৬৯’র মহান গণঅভ্যুত্থানের শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ প্রদত্ত এক বিবৃতিতে শহীদ আসাদুজ্জামানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয় এবং বলা হয় আসাদের জীবনদানের মধ্য দিয়ে ছাত্র-গণজাগরণ গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল; পাকিস্তানী শাসকদেরকে পিছু হঠতে বাধ্য করেছিল এবং মুক্তিযুদ্ধের জমিন তৈরী করেছিল। তিনি বলেন, ৬৯’র ২০ জানুয়ারি আসাদের মৃত্যুর মধ্য দিয়ে ঢাকাসহ দেশব্যাপী আপামর জনসাধারণ রাজপথে নেমে এসেছিল এবং স্বাধিকার থেকে পরিপূর্ণ স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ ও উজ্জীবিত হয়েছিল। এই পথেই ৭০’র নির্বাচন এবং ১৯৭১ এ সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
বিবৃতিতে তিনি বলেন, শহীদ আসাদ সাম্যের চেতনায় বিশ্বাসী ছিলেন এবং প্রগতিশীল ছাত্র আন্দোলনের এই সংগঠক এই চেতনা থেকে শহরের ছাত্র-জনতার আন্দোলনের সাথে গ্রামাঞ্চলের কৃষক-খেতমজুরদের সংগঠিত করার উদ্যোগ নেন। আসাদের মন্ত্র ছিল জনগণতন্ত্র।
তিনি বলেন গত ৪৮ বছর ধরে এদেশের শাসকেরা স্বাধীনতার সুফল ভোগ করলেও আসাদের সাম্যের চেতনাকে বহু আগেই তারা বিসর্জন দিয়েছে; স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সাম্যভিত্তিক গণতান্ত্রিক চেতনার বিপরীতেই তারা দেশ পরিচালনা করছে; এক দেশে দুই সমাজ; দুই অর্থনীতি কায়েম করেছে। সম্ভাবনাময় দেশ ও জনগণকে চরম হতাশা, নৈরাশ্য ও নৈরাজ্যিক অবস্থায় নিপতিত করেছে।
বিবৃতিতে তিনি এই অবস্থা পরিবর্তনে আসাদ-মতিউরসহ মুক্তিযুদ্ধের শহীদদের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
একই সাথে তিনি রাষ্ট্রীয়ভাবে ‘আসাদ দিবস’ পালনেরও আহ্বান জানান।
আসাদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি :
আগামীকাল শহীদ আসাদ দিবসে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে সকাল ৮.৩০ এ শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হবে।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করবেন।