শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের গহিন অরণ্যে র্যাবের অভিযানে পপিক্ষেত ধ্বংস : আফিমের রস উদ্ধার
বান্দরবানের গহিন অরণ্যে র্যাবের অভিযানে পপিক্ষেত ধ্বংস : আফিমের রস উদ্ধার
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলার কেওকারাডং পাহাড়ের গহীন অরণ্যে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ পপিক্ষেত ও আফিমের রস ধ্বংস করা হয়েছে। আজ শুক্রবার ২৪ জানুয়ারি সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত কেওক্রাডংয়ের গহীন জঙ্গলে অভিযান চালিয়ে এই সব পপিক্ষেত ধ্বংস করে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি টিম।
র্যাব-৭ সূত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমটার দূরে কেওক্রাডং পাহাড়ের গহীন অরণ্যে অবৈধভাবে প্রায় সাত একর পাহাড়ি জমিতে চারটি পপি ক্ষেত করে আসছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে চারটি পপিক্ষেতে বিপুল পরিমাণ পপি ফুল, আফিমের রস ও গাছ ধ্বংস করা হয়।
চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক মশিউর রহমান বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় এই অভিযান চালানো হয়। অবৈধভাবে প্রায় সাত একর পাহাড়ি জমিতে চারটি পপিক্ষেত করে আসছিল একটি চক্র। তিনি আরো বলেন, চারটি পপিক্ষেত থেকে প্রায় ৬০ কেজি পপির রস উদ্ধার করা হয়। পরে পপিক্ষেতসহ পপির রস গুলি ধ্বস করা হয়েছে।
ক্ষেতের মালিককে খোঁজে মামলা করা হবে।