শনিবার ● ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনতিবিলম্বে কৃষি বাজার সংস্কার কারুন : বগুড়ায় জননেতা সাইফুল হক
অনতিবিলম্বে কৃষি বাজার সংস্কার কারুন : বগুড়ায় জননেতা সাইফুল হক
বগুড়া :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক আজ শনিবার ২৫ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলায় অনুষ্ঠিত কৃষক খেতমজুরদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, এবারও কৃষক ধানের ন্যায্যমূল্য না পেলে ধানক্ষেতের আগুন রাজপথে নেমে আসবে। ধানক্ষেতের আগুন রাজপথে আসার আগেই প্রতিটি ইউনিয়নে ধানের ক্রয় কেন্দ্র চালু করে ন্যায্য মূল্যে প্রকৃত কৃষকের নিকট থেকে সরকারকে ধান কেনার আহ্বান জানান।
গত ধানের মৌসুমে ধানের মূল্য ১০৪০ টাকা নির্ধারণ করলেও ফড়িয়া, মধ্যস্বত্ত্বভোগী, অবৈধ সিন্ডিকেটের জন্য সরকার নির্ধারিত মূল্যে কৃষক ধান বিক্রি করতে পারেনি। দলবাজি ও আমলাতান্ত্রিক কারসাজিতে সরকার দলীয় লোকেরাই ধান ক্রয় বিক্রয় করে মুনাফা লুটপাট করছে। অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত কৃষক সরকার প্রদত্ত মূল্য চোখেও দেখছে না।
তিনি বলেন, কৃষক কিনতেও ঠকে বেচতেও ঠকছে। জীবিকার অন্যকোন ভাল বিকল্প থাকলে বহু কৃষক কৃষি কাজ ছেড়ে দিতো। কৃষি বাজারে এখনো পর্যন্ত খোদ চাষীর কোন অবস্থান নেই।
তিনি আরো বলেন, কৃষি বাজার সংস্কার না হলে প্রকৃত কৃষক শুধু ঠকতেই থাকবে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে কৃষক-খেতমজুরদের ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক শাহাদাৎ হোসেন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বগুড়া জেলার নেতা জাহিদুল ইসলাম, মাসুদ রানা, সিরাজুল হক, মো. বেলাল হোসেন ও আতিকুর রহমান প্রমুখ।