মঙ্গলবার ● ২৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বেলকুচিতে গাছের সাথে বেঁধে কিশোরকে অমানবিক নির্যাতন
বেলকুচিতে গাছের সাথে বেঁধে কিশোরকে অমানবিক নির্যাতন
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি ::সিরাজগঞ্জের বেলকুচিতে গাছের সাথে বেঁধে রেখে সাগর বিশ্বাস (১৫) নামের এক কিশোরকে মারপিট ও অমানবিক ভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে ৷ সোমবার বিকেলে উপজেলার তামাই রয়নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটলেও নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় থানায় কোন অভিযোগ ওঠেনি৷ সে উপজেলার তামাই রয়নাপাড়া গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে৷
এদিকে ২৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে নির্যাতিত কিশোরের মা সাদেজা বেগম সাংবাদিকদের জানান, পূর্ব শত্রম্নতার জের ধরে ‘আমার ছেলেকে নির্যাতন করা হয়েছে৷
স্থানীয়রা জানান, ওই গ্রামের রেজাউল বিশ্বাসের সঙ্গে একই এলাকার আব্দুল মজিদের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে৷ এর আগে উভয়পৰের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷ গত রবিবার রাত ৯ টার দিকে আবদুল মজিদের আত্মীয় আবদুর রাজ্জাকের ফ্যাক্টরিসহ ৪টি বাড়ীতে অগি্নকা-ের ঘটনা ঘটে৷ প্রতিবেশীরা তাত্ৰণিত আগুন নিভিয়ে ফেলায় তেমন ৰয়ৰতি হয়নি৷ এ অগি্নকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে পরদিন সোমবার দুপুরে রাসত্মা থেকে সাগরকে আটক করে পাশ্ববর্তী শালবাগানে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়৷ দুপুর থেকে বিকেল পর্যনত্ম গাছে বেঁধে রেখে নির্যাতন করা হয়৷ সাগরের চিত্কার শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে৷ বিকেলে এলাকার কয়েকজন মুরম্নব্বীর মধ্যস্থতায় সাগরকে ছাড়িয়ে নিয়ে যান তারা বাবা রেজাউল বিশ্বাস৷
স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম জানান, আব্দুল মজিদ ও তার আত্মীয়স্বজন কিশোর সাগরের বিরম্নদ্ধে বাড়ীতে অগি্নকান্ড ঘটানোর অভিযোগে তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে৷
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি৷ নির্যাতিত কিশোরের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি৷ অভিযোগি দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷
অাপলোড : ২৬ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪০মিঃ