রবিবার ● ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট একাডেমিক কাউন্সিলের ১১৭তম সভা অনুষ্ঠিত
চুয়েট একাডেমিক কাউন্সিলের ১১৭তম সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর একাডেমিক কাউন্সিলের ১১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জানুয়ারি রবিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সভাপতি ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সভায় একাডেমিক কাউন্সিল অভ্যন্তরীণ ও বহিঃসদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।
রাউজানে শতাধিক কৃতি শিক্ষার্র্থীকে সংবর্ধনা প্রদান
রাউজান :: চট্টগ্রামের রাউজানে “ক্রিয়েটিভ লার্নিং জোন” এর উদ্যোগে শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল শনিবার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই বাজারস্থ হাজী আবু আহম্মদ মার্কেটে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ জাবের এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা, শিক্ষানুরাগী লিয়াকত আলী চৌধুরী, পশ্চিম গুজরা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন সওদাগর, এ্যাডভোকেট সাইফু উদ্দীন, মাওলানা জাহেদ, আরমান, আরফাত, নিপ্পন প্রমুখ। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ইসকান্দর, মোহাম্মদ রিদুয়ান, মোহাম্মদ জাবেদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রূপা,রিফাত, হাসনাত, রেমি ও রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি, পিইসি, জেএসসি, জেডিসি¬ ও বার্ষিক পরীক্ষায় মেধাউত্তীর্ণ গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় গুজরা শ্যামাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গুজরা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর গুজরা বায়তুল উলুম দাখিল মাদ্রাসা এবং শাহ ছৈয়দুল হক কিন্ডার গার্টেন এর কৃতি শিক্ষার্থীরের হাতে ক্রিয়েটিভ লার্নিং জোনের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। এরপর ছাত্র ছাত্রীদের মাঝে নাস্তা বিতরণের মাধ্যমে প্রধান অতিথি অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।