বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনায় ৩ দিনব্যাপি ইজতেমা
পাবনায় ৩ দিনব্যাপি ইজতেমা
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: প্রতি বছরের ন্যায় এবারও পাবনা শহরের উপকন্ঠ মহেন্দ্রপুর কবিরপুরে আয়োজন করা হয়েছে পাবনা জেলা ইজতেমা। ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিন দিন ইসতেমা চলবে। শনিবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, পাবনা শহরের বাইপাস সড়কের পাশে প্রায় ২৮ বিঘা জায়গার উপর কবিরপুর এলাকায় এই ইসতেমা প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে। দেশ ও বিদেশ থেকে আগত অতিথি মুসল্লীদের জন্য বিশাল মাঠটির উচু নিচু জায়গা সুন্দর সমতল করে পবিত্র ময়দান তৈরি করেছে আয়োজকরা। এখানে যারা কাজ করছেন তারা বিনা পারিশ্রমিকে মুসল্লীদের খেদমত করছেন। আল্লাহর নিকট থেকে পারিশ্রমিক নেয়া ও নৈকট্য লাভের আশা তাদের মনে।
ইসতেমা আয়োজক কমিটির একজন সদস্য জানান, এখানে প্রায় লক্ষাধীক মুসল্লীর সমাগম ঘটবে। আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ইসতেমার কার্যক্রম শেষ হবে শনিবার। তিনি আরও বলেন, এ ময়দান থেকে অনেক মুসল্লী ৪০দিন, ৪মাস, ১ চিল্লায় আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে
এর আগে ইসতেমা মাঠ পরিদর্শন করেন, পাবনা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বাবু, এমএইচ ইসলাম হিমেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।