মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে নিরাপদ খাদ্য দিবস পালিত
আলীকদমে নিরাপদ খাদ্য দিবস পালিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় ৩০ মিনিটে র্যালী ও সকাল ১১ টায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আলীকদমে হোটেল রেস্টুরেন্টগুলোর অবস্থা অত্যান্ত অস্বাস্থ্যকর। শীগ্রই ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এসব হোটেল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও অস্বাস্থ্যকর গরু ও গর্ভবতী গাভি জনাই করা হচ্ছে, যা অত্যান্ত দুঃখ্যজনক। এধরণের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আলীকদমে ইতিমধ্যে বেশ কিছু নিরাপদ সবজী বাগান ও ফল বাগান সৃজন করা হয়েছে। শুধুমাত্র জৈবসার ব্যবহারের মাধ্যমে এসব বাগানে ফল উৎপাদন করা হবে। যা স্বাস্থ্য সম্মত ও নিরাপত ফল এবং সবজী উৎপাদনে সহায়ক হবে। প্রধান অতিথির বক্তব্যে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান শৈলকুঠি রিসোর্ট পরিচালনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই রিসোর্টটির পরিবেশ অনেক ভাল এবং খাবারও স্বাস্থ্য সম্মত। তিনি প্রতিটি হোটেল রেস্টুরেন্ট মালিককে স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনের জন্য নির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা অনিল চন্দ্র চাকমা, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌর রহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মারমা, ৪নং কুরুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ।