বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় ২ শিক্ষকসহ ৯ জন বহিস্কার
গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় ২ শিক্ষকসহ ৯ জন বহিস্কার
গাইবান্ধা :: এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২ শিক্ষকসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন নকলে সহায়তা করার অপরাধে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সাহানারা পারভীন ও ক¤িপউটার প্রদর্শক সোহেল রানা নামে ২ জন শিক্ষককে বহিষ্কার করা হয়।
এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে ৪ জন শিক্ষার্থী ও ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, জেলায় ১শ’ ৪টি কেন্দ্রে ২৩ হাজার ৫৮৭ এসএসসি পরীক্ষার্থী, এসএসসি ভোকেশনাল ২ হাজার ৭৩৫ জন, দাখিল ভোকেশনাল ৩৮৫ জন ও দাখিল পরীক্ষায় ৪ হাজার ৫৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
গাইবান্ধায় বাস চাপায় একজন নিহত
গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঝিপাড়া নামক এলাকায় বৃহস্পতিবার সকালে রাস্ত পারাপারের সময় ঢাকাগামী রুপা পরিবহনের একটি বাস চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল জোব্বার (৬০) নামে এক ব্যক্তির নিহত হয়েছে।
নিহত ব্যক্তি আব্দুল জোব্বার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়নসুখ নকিরচর গ্রামের আলিম উদ্দিন প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রুপা পরিবহন বাসের চাপায় আব্দুল জোব্বার পিষ্ট হয়ে নিহত হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাসটি আটক করে ও নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।