শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন
বান্দরবানে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: ”ইশারা ভাষার প্রমিত ব্যবহার,বাক্-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকালে বান্দরবান সমাজ সেবা অধিদপ্তরের কার্যালয়ে পার্বত্য জেলা পরিষদ ,জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এসময়।
এসময় বক্তারা বলেন, ভাষার মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যান্ত তাৎপর্যপূর্ণ। এসময় বক্তারা সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী,বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেয়ার আহবান এবং বান্দরবানে বাংলা ইশারা ভাষা নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, আমাদের সবাইকে প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। তিনি বলেন, সবাই আমরা কম বেশি প্রতিবন্ধী ,কেউ কানে শুনে কম ,কেউ চোঁখে কম দেখে আর কেউ মানুষ হলে ও বিবেক প্রতিবন্ধী। আমাদের সবাইকে নিজ নিজ বিবেককে সঠিকভাবে কাজে লাগাতে হবে আর তাহলে আমাদের সুস্থ মানুষ হয়ে বেঁচে থাকা হবে এবং বিবেক কাজে লাগিয়ে সকলের মঙ্গল কল্যাণ সাধিত হবে।
আলোচনা সভায় বান্দরবান সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মহুরী জানান, বান্দরবান জেলায় প্রায় ৬শত জন প্রতিবন্ধী রয়েছে এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধীদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা,বান্দরবান সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মহুরী, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সমাজ সেবা অধিদপ্তরের প্রশাসনিক যুক্ত জুনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা থুই য়ই চিং মার্মা,শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মো:শফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী দেওয়ান উর্বশী দেওয়ান,বান্দরবান সরকারি শিশু পরিবারের রির্সোস শিক্ষক তুষার চাকসহ সমাজ সেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বান্দরবানে ইয়ং বম অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
বান্দরবান:: পরিছন্নতা শুরু হোক নিজের উদ্যোগে এই শ্লোগানে বান্দরবানের বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংগঠন ইয়াং বম অ্যাসোসিয়েশন এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বান্দরবান শহরের বালাঘাটা, কালাঘাটা, বাসে স্টেশন, হাফেজ গুনা, কেচিং কাটা, উজানী পাড়াসহ শহরের বিভিন্ন পয়েন্টে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বান্দরবান বাস স্টেশনে অভিযান উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। পরে বান্দরবান প্রেসক্লাবের সামনে অভিযান সমাপনী অনুষ্ঠানে ইয়ং বম অ্যাসোসিয়েশন এর সভাপতি ভান তি¬র বম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইসলাম বেবী। এসময় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর।
অভিযান সমাপনী বক্তব্যে ইয়ং বম অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ১৯৭৬ সাল থেকে বান্দরবান পার্বত্য জেলায় ইয়াং বম অ্যাসোসিয়েশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক কাজেও ইয়াং বম অ্যাসোসিয়েশন গুরুত্ব সহকারে অবদান রাখছে। ঐতিহ্যবাহী এই সংগঠনে বর্তমানে আড়াই হাজার সদস্য রয়েছে। এ সংগঠনের পক্ষ থেকে গত ডিসেম্বর মাসে রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে গত (১৫ জানুয়ারি) রুমা উপজেলা সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অভিযানের পর সর্বশেষ শুক্রবার (৭ফেব্রুয়ারি) পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়ং বম অ্যাসোসিয়েশন এর দুই শতাধিক ভলান্টিয়ার শহর পরিষ্কারে অংশ নেন। অভিযানের পরে ইয়ং বম অ্যাসোসিয়েশনের সভাপতি ভানতি¬র বম জানান, আগামী মার্চ মাসের ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী ইয়ং বম অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ফুটবল টুর্নামেন্ট ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের চুংচং পাড়ায়। অভিযানে সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াং বম অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি সিমন আমলাইসহ সাধারণ সম্পাদক ভাননুন সিয়াম বম প্রমুখ।