শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক আটক
সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক আটক
সিলেট প্রতিনিধি :: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোষ্টের অভিযোগে সিলেট নগরী থেকে এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
আটককৃত যুবকের নাম মো. হাবিবুল আহমদ রনি (২৫)। সে কুয়ারপাড়ের হানিফ আহমদের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী ) শেষ রাত সাড়ে ১১টায় র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান গনমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত হাবিবুল দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তিবর্গ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একাধিক সংসদ সদস্য সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি-পোষ্ট করার অভিযোগে সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা থেকে যুবককে আটক করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।