সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৭
রাউজানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৭
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে ১২ নং উরকিরচর ইউনিয়নে হারপাড়া স্কুলের পাশে ব্যবসায়ী একেএম নজরুল আজম চৌধুরীকে গলা কেটে হত্যা ঘটনায় জড়িত প্রধান আসামী শেখ সোহরাব হোসেন সাদিচ (২৬) নাকে একজনকে গতকাল ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে উপজেলার নোয়াপাড়া পথেরহাট বাজার থেকে অভিযান চালিয়ে তাকে আটক করেছেন চট্টগ্রাম র্যাব-৭।
এই ঘটনায় আটক হত্যাকাণ্ডের আসামীর বাড়ি উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের শেখ বাড়ি এলাকার মো. সুনা মিয়া মুন্সি পালক সন্তান হত্যাকারী শেখ সোহরাব হোসেন(২৬)।
এসময় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি ধারালো ছুরি ও আসামীর পড়নের রক্তমাখা জামা-কাপড়ের উদ্ধার করেন বলে জানান র্যাব-৭।
গত শনিবার চাঞ্চল্যকর এই হত্যার ঘটনা ঘটলে শুরু হয় ব্যাপক গোয়েন্দা নজর দারি। পরে রবিবার তাকে আটক করে র্যাবের একটি দল। নিহত নুরুল আজম চৌধুরীর বাড়ি হাটহাজারী উপজেলার গড়দোয়া এলাকায় তিনি প্রায় ১৫ বছর ধরে এই স্কুলে পাশে ব্যবসায় করতেন। এছাড়াও তিনি সাবেক পুলিশ পরিদর্শক ও একজন মুক্তিযোদ্ধ ছিলেন। র্যাবের সহকারী পুলিম সুপার মো. মাহমুদুল হাসান মামুন হত্যাকারী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা-কাপড়ের উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী র্যাবকে জানায়, নিহত ওই মুক্তিযোদ্ধা প্রায় সময়ে নিয়ে কটাক্ষ ,বিদ্রুপ ,ঠাট্টা ,মসকারাসহ কিংবা বিরুপ মন্তব্য করা নিয়ে তিনি এই বৃদ্ধকে হত্যা করেন বলে জানান। প্রায় ৫ মাস নানা পরিকল্পনার পর সাবেক পুলিশ পরিদর্শক মুক্তিযোদ্ধা নুরুল আজমকে আসামী সোহরাব হত্যা করেন। এছাড়াও এ হত্যাকান্ডে সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা র্যাব-৭ এর সদস্যরা তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।