শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল পুড়ে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ভালুকায় ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল পুড়ে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সাতটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টার দিকে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে এই ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত পৌনে ১১ টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসির সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ী সিরাজুল ইসলাম, উজ্জ্বল এবং ইব্রাহিমের দোকানে থাকা ইলেকট্রিক পণ্য টিভি, ফ্রিজ এবং দোকানে থাকা কাপড় সহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, দোকানের সমস্ত মালমাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা নিস্ব হয়ে পথে বসে গেছেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকান্ডে সময় ভালুকার একটি এবং সখিপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট মিলে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকান্ডে প্রায় ৬৫/৭০ লাখ টাকার মালামাল পড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের সময় প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।