রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জের সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১
ঈশ্বরগঞ্জের সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজি ট্রাক সংর্ঘষে ১জন নিহত ও ২ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ মাইজবাগ বাজার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক ময়মনসিংহগামী একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ঈশ্বরগঞ্জের কুল্লাপাড়া গ্রামের সিএনজি চালক হাদিস মিয়া (৩৫) মারা যায়। গুরুতর আহত বগুড়া জেলার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের করমজাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাজু আহম্মেদ (২৩) ও রুহুল আমিনের ছেলে তানভীর হোসেন (২২) কে ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জে ৪ জুয়ারী আটক
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল শনিবার গভীর রাতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারীকে আটক করা হয়েছে। মগটুলা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মামুন জানান, মগটুলার নওয়াপাড়া গ্রামে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা শুরু করলে তিনি স্থানীয় লোকজন ও পুলিশকে নিয়ে জুয়ার আসরে হানা দেন। জুয়ারীরা পালিয়ে যাওয়ার সময় ৪ জুয়ারী ও ২টি মোটরসাইকেল এবং একটি সিএনজি আটক করা হয়। আজ রবিবার পুলিশ আটকৃদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করেছে। আটককৃত জুয়ারীরা হলেন মগটুলা ইউপি রনাগাটাংরি গ্রামের আবুল কাশেমের পুত্র অলি, বীরকামাটকালী গ্রামের আবুল হাসেম মীরের পুত্র আবু কালাম, নান্দাইল উপজেলার কানারামপুর গ্রামের আবু তাহেরের পুত্র জাহাঙ্গীর ও চরমধুপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুর রশিদ।