বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে একুশে বইমেলা উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে একুশে বইমেলা উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ^রগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত চারদিন ব্যাপি অমর একুশে বইমেলার দ্বিতীয়দিনে আজ বৃহস্পতিবার স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন বইমেলার উদ্বোধন করেন। “ বিদেশী সংস্কৃতির প্রভাব বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য ক্ষতিকর” শীর্ষক বিতর্কে স্কুল পর্যায়ে বিশে্বশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, উচাখিলা স্কুল অ্যান্ড কলেজ,চরনিখলা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেয় । পরে বইমেলাকে প্রাণবন্ত করতে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
ঈশ্বরগঞ্জে চারদিন ব্যাপী একুশে বইমেলা উদ্বোধন
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ অমর একুশে উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে চারদিন ব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। নির্বাহী অফিসারের সভাপতিত্বে একুশে বইমেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, কবি সোহরাব পাশা, কবি আলম মাহবুব ও প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সাঈদা পারভীন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।