শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগ নেতা নিহত : আহত-৫
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগ নেতা নিহত : আহত-৫
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচনু মারমা (৫৫) নিহত হয়েছে।
এঘটনায় সাবেক ইউপি মেম্বার ও যুবলীগের নেতাসহ আহত হয়েছে আরো ৫জন।
নিহতের বাচনু মারমার বাড়ি জামছড়ি ভিতর পাড়া। সে জামছড়ি ভেতর পাড়ার মংবই মারমার ছেলে। আজ শনিবার ২২ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টার সময় এ ঘটনা ঘটে।
পরে এঘটনার পর আতঙ্কে স্ট্রোক করে বাতখই মারমা (৬৩) নামের আরেকজন মারা গেছে।
এঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে।
আহতরা হলেন- ওই ওয়ার্ডের সাবেক মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্যাপোমং (৪৫) ও প্রতিবন্ধী রেদাশে মারমা (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসী দল রাজবিলার ইউনিয়নের জামছড়ির মুখ পাড়ার বাজারে এসে একটি কয়েকটি দোকানে এলোপাথারি গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাচনু মারমা মারা যায়। এঘটনায় আহত হয়েছে আরো ৫জন। পরে ঘটনায় আতঙ্কিত হয়ে স্ট্রোক করে মারা যায় আরো একজন।
আহতদের বান্দরবান সেনানিবাসে সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল)কে দায়ী করে বিক্ষোভ সমাবেশ করেছেন বান্দরবান জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
এবিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল ও বান্দরবান সেনানিবাসের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।