সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুমল্যান্ডের পতাকা ও টাকার নমুনা বানানোর অভিযোগ
জুমল্যান্ডের পতাকা ও টাকার নমুনা বানানোর অভিযোগ
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধ :: বান্দরবানে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা কমিটি। আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি ১১টায় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটি।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মো. মজিবুর রহমান।
এসময় বক্তব্যে কাজী মজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামকে দেশের মানচিত্র থেকে আলাদা করে স্টেট বানানোর জন্য সন্তু লারমার নেতৃত্বে জুমল্যান্ডের পতাকা ও টাকার নমুনা বানিয়েছেন। তারা রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ঠিক করে রেখেছেন বলে এমন একটি রেকর্ড ফাইল জনতার উদ্দেশ্যে প্রদর্শন করেন। তিনি আরো বলেন, এক বিন্দু রক্ত থাকতে আমরা অবৈধ দাবি দাওয়া মানিনা আমরা রাজার পতা বাতিল চাই। একদেশে দুই আইন চলতে পারেনা বাংলাদেশের রাজা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছি। পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে সেনাবাহিনী,পুলিশ ও বিজিবিকে প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়ার দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, শান্তিচুক্তির অবৈধ ধারাগুলি বাতিল করতে হবে। পাহাড়ে আমরা সমান অধিকারের ভিত্তিতে বসবাস করতে চাই। আমরা পার্বত্যবাসী যেন সমান অধিকার নিয়ে বসবাস করতে পারি সেই দৃষ্টি কামনা করছি প্রধানমন্ত্রীর কাছে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিঠির সাধারণ সম্পাদক আলমগীর কবির, কেন্দ্রীয় নেতা এডভোকেট কাজী নাসিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তারুমিয়া।