বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন
বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন
রাঙামাটি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সমতলের ন্যয় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি’সহ বিভিন্ন সেক্টরের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা শিক্ষায় অনেক পিছিয়ে ছিলাম। এটা বাস্তব সত্য। সেই তুলনায় বর্তমানে শিক্ষার হার আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে। সারা দেশের ন্যয় পার্বত্যঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। এটা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ও জনবান্ধব সরকার।
আজ বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি বাঘাইছড়ির বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। এজন্য হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকার সারাদেশে গড়ে তুলছে। শিক্ষার সম্প্রসারণ ও সুস্থ নৈতিক শিক্ষার মাধ্যমে সম্প্রীতি, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার কারিগর হিসেবে শিক্ষকদেরও শিক্ষার প্রতি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাক্য বোধি চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (ভাঃ) উজ্জ্বল কান্তি দেওয়ান’সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।