শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
রাউজান :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যােগে বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন সামাজিক দায়বদ্ধতায় থেকে গ্রামের স্বচ্ছল ব্যক্তিরা শিক্ষা ও মানবিক কাজে অবদান রাখলে কোন এলাকায় শিক্ষা বঞ্চিত থাকবে না, থাকবে না দারিদ্রতা। পরহিতই মহান ব্রত এই স্লোগানকে সামনে রেখে আজ ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় । এডভোকেট প্রণব কুমার বড়য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি বিশিষ্ট দানবীর প্রমথ বড়ুয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-হাই কোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার স্বপন বিকাশ বড়ুয়া, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়য়া, উদ্বোধক হিসাবে ছিলেন বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ট্রাস্ট বোর্ড ও পৃষ্ঠপোষক গকুল কান্তি বড়ুয়া ও কার্যকরী কমিটির সভাপতি মিশন বড়য়া।
স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ খোকন বড়য়া, বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সংঘপ্রিয় বড়ুয়া, চন্দন কুমার বড়য়া, ট্রাষ্টি সুমল বড়য়া, রণজিৎ বড়য়া ও চন্দন বড়য়া । এই অনুষ্ঠান থেকে ৪০ জনকে শিক্ষা বৃত্তি, ১০ জনকে চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা ২ জনকে ও ১১০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপরকরণ দেয়া হয়। এছাড়া আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন জনকে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি এ উপলক্ষে হিতৈষণা নামে একটি প্রকাশনা করা হয়।
২০১৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ৫টি জোন বিভক্ত এলাকায় এই শিক্ষা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন