শনিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ব্যবসায়ীদের নির্বাচনী আমেজ
রাউজানে ব্যবসায়ীদের নির্বাচনী আমেজ
রাউজান প্রতিনিধি :: রাউজানের বৃহৎ মুহাম্মদ আমিরহাট বাজার ব্যবসায়ীদের দ্বি-বার্ষীক নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করেছেন নির্বাচন কমিশন।শুক্রবার বিকালে অনুষ্টিত বাজার অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাজার বব্যবসায়ীদের নিযুক্ত নির্বাচন কমিশন এনামুল হক সওদাগর। গনতান্ত্রিক পর্যায়ে নির্বাচন অনুষ্টানের লক্ষে যাবতীয় কার্যক্রম প্রায় সম্পাদন করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ হতে উল্লেখ করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নিযুক্ত প্রিসাইডিং অফিসার এস এম ববাবর।এসময় উপস্তিত ছিলেন আলহাজ্জ নুর মুহাম্মদ সওদাগর,পন্কজ বড়ুয়া,মুহাম্মদ শাহজাহান,মুহাম্মদ সৈয়দুল আলম,আশু দেব প্রমুখ।সাংবাদিক সম্মেলনে জানানো হয় স্বচ্ছ ব্যলট বাক্স,বেলেট পেপার,নির্বাচনী সরাঞ্জামাদী সহ সকল কাগজ পত্র ইতিমধ্য রেডি হয়াছে। প্রায় সাড়ে ৩শ বছর আগে পশ্চিম ডাবুয়ার জমিদার মুহাম্মদ আমির চৌধূরীর নামে প্রতিষ্টিত বাজারটিতে এখন ভোটের আমেজ বিরাজ করছে। সভাপতি,সহ-সভাপতি,সেক্রেটারী,সহ- সেক্রেটারী,সাংগঠনিক সম্পাদক,অর্থ সম্পাদক,প্রচার সম্পাদক সহ মিলে ৭টি পদের অনুকূলে ২১জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। ১লা মার্চের নির্বাচনকে সামনে রেখে গত ২২ফেব্রুয়ারী প্রতীক বরাদ্ধের পর থেকে ২৫৯জন ভোটারের দ্বারে দ্বারে গিয়ে উৎসাহ উদ্দিপনা সহকারে ভোট চাচ্ছেন প্রার্থীরা। সরেজমিন দেখা গেছে পোষ্টার ব্যানারে চেয়ে গেছে বাজারের অলি গলি।এতেই বুজা যাই নির্বাচন কতটুকু উৎসব মুখর পরিবেশে হচ্ছে। এনামুল হক জানান আমরা চাই একটি সুন্দর সচ্ছ নির্বাচন উপহার দিতে। প্রতিদ্বন্দ্বিরা হলেন সভাপতি পদে আলহাজ্জ মাওলানা আলী সিদ্দিকী প্রতীক (আনারস), মুহাম্মদ আবু রাশেদ রিমন (চেয়ার), নাসির উদ্দিন ইলিয়াছ (ছাতা), সহ-সভাপতি পদে জসিম মেম্বার (প্রজাপতি), নুরুল আলম সওদাগর (দোয়াত কলম), সাধারণ সম্পাদক পদে আবদু রশিদ স্বপন (টেলিভিশন), শেখ মুহাম্মদ জাহাঙ্গীর (চাকা), আলহাজ্জ জয়নাল আবেদীন (সাইকেল), সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ বেলাল হাসান (ফুটবল), সুজন দে (কাঠাল), এস এম আক্তার (আম), মুহাম্মদ এমরান আলম (কলসি), সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম মিন্টু (মোরগ), কল্লোল দেব (মই), মুহাম্মদ মামুন মিয়া (টেবিল), অর্থ সম্পাদক পদে সুজন সেন (মাছ), সাইফুল ইসলাম (টেবিল ফ্যান), তসলিম উদ্দিন (গোলাফ ফুল), জিয়াউল করিম (বই), প্রচার সম্পাদক পদে মুহাম্মদ নুর উদ্দিন সুমন (মোবাইল), মুহাম্মদ শাহাজান (মাইক)।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিস
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে ৪ বসতঘর। শুক্রবার দুপুরে দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্ত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার পর খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে এসময় তাঁরা ঘটনাস্থলে পৌঁছালেও গহিরা কালাচাঁন্দ চৌধুরী হাটের কাঠ ব্যবসায়ীদের দখলে থাকায় ফায়ার সার্ভিসে গাড়ি প্রবেশ করতে পারেনি, পরে বিকল্প সড়ক পথে ঘটনস্থলে যাওয়ার আগেই চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন, মিলন দত্ত, শ্যামল ধর, পলাশ দাশ, উজ্জল দত্ত। ক্ষতিগ্রস্ত পলাশ দাশ জানান, তার পাসপোর্টসহ নগদ টাকা, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার দের। এই প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে কাঠভর্তি একটি চাঁদের গাড়ির কারণে এবং সড়কের দুপশে গাছের গুড়ি রাখায় গাড়ি প্রবেশ করেনি। পরে বিকল্প পথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ ২৯ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলার হলদিয়া গ্রামের উত্তরসর্তার মেহের আলি তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে। পুকুরে ডুবে নিহত ওই শিশু এলাকার মো: আলমগীরের সন্তান মো: আবির(২)। বিষয়টি নিশ্চিত করেন, স্থানীয় মেম্বার সরোয়ার উদ্দিন। এর আগে গত ২২ তারিখে ওই গ্রামে ৪ বছর বয়সী এক শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়।