রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করলেন সদর সেনা জোন
বান্দরবানে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করলেন সদর সেনা জোন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা আলো প্রসারে বান্দরবান ফ্রেন্ডস ক্লাবের সহযোগিতায় সদর সেনা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও এলাকার অসহায় দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার ১ মার্চ দুপুরে স্থানীয় রাজার মাঠে বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে এ শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর জোন কমান্ডার লে. কর্ণেল আখতার উস সামাদ রাফি শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান রিজিয়নের (জিটুআই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন, ২৬ বীরের লেফটেন্যান্ট শিহান মুনির, লেফটেন্যান্ট সাজ্জাদুর রহমানসহ জোনের বিভিন্ন কর্মকর্তা ও বান্দরবান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর জোন কমান্ডার লে:কর্নেল আখতার উস সামাদ রাফি বলেন, পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়ন সব সময়ই অসহায় ও দুস্থদের পাশে রয়েছে। ভবিষ্যতে ও যেকোন সামাজিক এবং নৈতিক উন্নয়নে সেনাবাহিনীর এই সহায়তা অব্যহত থাকবে। তিনি বলেন, যেকোন অসামাজিক কর্মকান্ড যেমন মাদক,চাঁদাবাজি,অস্ত্র, সন্ত্রাস প্রতিহত করতে আমরা সর্বদা সচেষ্ট আছি।
শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরন কালে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ২ শতাদিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং কম্বল বিতরণ করা হয়।