রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করলেন সদর সেনা জোন
বান্দরবানে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করলেন সদর সেনা জোন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা আলো প্রসারে বান্দরবান ফ্রেন্ডস ক্লাবের সহযোগিতায় সদর সেনা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও এলাকার অসহায় দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার ১ মার্চ দুপুরে স্থানীয় রাজার মাঠে বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে এ শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর জোন কমান্ডার লে. কর্ণেল আখতার উস সামাদ রাফি শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান রিজিয়নের (জিটুআই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন, ২৬ বীরের লেফটেন্যান্ট শিহান মুনির, লেফটেন্যান্ট সাজ্জাদুর রহমানসহ জোনের বিভিন্ন কর্মকর্তা ও বান্দরবান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর জোন কমান্ডার লে:কর্নেল আখতার উস সামাদ রাফি বলেন, পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়ন সব সময়ই অসহায় ও দুস্থদের পাশে রয়েছে। ভবিষ্যতে ও যেকোন সামাজিক এবং নৈতিক উন্নয়নে সেনাবাহিনীর এই সহায়তা অব্যহত থাকবে। তিনি বলেন, যেকোন অসামাজিক কর্মকান্ড যেমন মাদক,চাঁদাবাজি,অস্ত্র, সন্ত্রাস প্রতিহত করতে আমরা সর্বদা সচেষ্ট আছি।
শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরন কালে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ২ শতাদিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং কম্বল বিতরণ করা হয়।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি