সোমবার ● ২ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্ধ
গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্ধ
গাইবান্ধা :: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গাইবান্ধা রিটানিং অফিসারের কার্যালয়ে গতকাল রবিবার এই প্রতিক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জাতীয় পাটির প্রার্থী ছাড়া, বাকি সব প্রর্থীরা উপস্থিত ছিলেন।
এতে আওয়ামী লীগের উম্মে কুলছুম স্মৃতি (নৌকা), বিএনপি’র ডা: মইনুল হাসান সাদিক (ধানের শীষ), জাতীয় পাটির মইনুর রাব্বি (লাঙ্গল) এবং জাসদ প্রার্থী খাদেমুল ইসলাম খুদি (মশাল) মার্কা পেয়েছেন।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাই করে প্রার্থী মঞ্জুরুল হকের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়। বাকী চার প্রার্থীর মধ্যে রবিবার প্রতিক বরাদ্দ দেয়া হয়।
জেলা রিটানিং অফিসার মাহবুবুর রহমান জানান, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনটির উপনির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ওই ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আরও জানান সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়ন পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভাসহ ৯ ইউনিয়নের ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২১ মার্চ উপ-নির্বাচনে ভোট গ্রহন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
গাইবান্ধায় মটরসাইকেলর ধাক্কায় পথচারীর মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের চেচকা গ্রামে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মটরসাইকেলর ধাক্কায় জালাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। নিহত জালাল উদ্দিন ওই ইউনিয়নের ফেসদা গ্রামের মৃত এজারত উল্যার ছেলে।
স্থানীয়রা জানায়, শাখাহার ইউনিয়নের কোকারিয়া গ্রামের মনোয়ার হোসেন মটরসাইকেল নিয়ে বৈরাগী হাটে যাওয়ার সময় জালাল উদ্দিনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।