শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বড়াইগ্রামে খ্রিস্টান দম্পত্তির ওপর হামলা: আটক ৮
বড়াইগ্রামে খ্রিস্টান দম্পত্তির ওপর হামলা: আটক ৮
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার খ্রিস্টান দম্পত্তির ওপর হামলার ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে৷ বৃহস্পতিবার রাতে ৬ জন ও ২৯ জানুয়ারী শুক্রবার সকালে ২ জনকে বনপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে৷ উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত গাব্রিয়েল কস্তা (৭১) এর বাড়িতে কৌশলে ঢুকে তাকে ও তার স্ত্রী বীণা পিরিছ (৬৫) এর ওপর উপর্যুপরী হামলা চালায়৷ তারা উভয়েই বর্তমানে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে৷
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই দয়াল কুমার ব্যাণার্জি জানান, ঘটনার পর থেকে অপরাধীদের খুঁজে বের করতে ব্যাপক পুলিশী অভিযান চলছে৷ শুক্রবার সকালে নাটোর জেলা পুলিশের এএসপি মো. মুন্সি সাহাবুদ্দিন আহত দম্পত্তির সাথে পাটোয়ারী হাসপাতালে গিয়ে দেখা করেন এবং কথা বলেন৷ তিনি সাংবাদিকদের জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. এমরান হোসেন জানান, ঘটনার পর বনপাড়া পৌর শহরের কালিকাপুর ও আশে পাশের এলাকা থেকে সন্দেহভাজন ইউনুস কবিরাজ (৩১), উজ্জ্বল রুবেল পাঠান (২৪), লিটন (৩০), বাচ্চু কসাই (৩৮), সাজাহান (৫৫), নাজমুল (৫০), বাবু (৩০) ও জিয়া (৩০) কে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
আহত দম্পত্তির মেয়ে ডা. নীলা কস্তা জানান, এখন পর্যন্ত তার পিতা-মাতা স্বাভাবিক কথা-বার্তা বলতে পারছেন না৷ দুর্বৃত্তরা তার মা ও বাবাকে শারিরীকভাবে নির্যাতন করেছে৷ তবে কেন এ ধরণের ঘটনা ঘটেছে তার কারণ তিনি অনুমান করতে পারছেন না৷