বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সুপার বাইক সমবায় সমিতির কমিটি অনুমোদন
বান্দরবানে সুপার বাইক সমবায় সমিতির কমিটি অনুমোদন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান শহরে রিক্সা প্রায় বিলুপ্তির পথে এমন অবস্থায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে যাত্রীদের যাতায়াতের মাধ্যম হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে ব্যাটারিচালিত সুপার বাইক। বর্তমানে বান্দরবান শহরে ব্যাটারিচালিত সুপার বাইক রয়েছে প্রায় তিন শতাধিক। গত ১০ বছর ধরে হাটি হাটি পা পা করে ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের গঠিত হয়েছে সুপার বাইক সমবায় সমিতি। এ সুপার বাইক সমবায় সমিতি থেকে ত্রি-বার্ষিকী নির্বাচনের মাধ্যমে জেলা যুবলীগ নেতা মো. আজম’কে সভাপতি ও মো. নূর হোসেন’কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
গত বুধবার সন্ধ্যায় বান্দরবান পৌরসভা হতে সুপার বাইক মালিক সমিতির ত্রি-বার্ষিকী সম্মেলনে নবনির্বাচিত কমিটি অনুমোদন দেওয়ার পর কমিটি মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহম্মদ ইসলাম বেবি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত কান্তি দাশ, কাউন্সিলর শেখর, কাউন্সিলর মো. আলীসহ মালিক সমিতির সহ-সভাপতি বাপি চক্রবর্তী, মাহাবুল আলম, মো আব্দুল্লাহ রানা, যুগ্মসম্পাদক প্রশান্ত চৌধুরী টিটূ, কোষাধক্ষ্য জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমার নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।