বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » খেলা » জুরাছড়িতে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী
জুরাছড়িতে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী
ক্রীড়া প্রতিনিধি :: জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে জুরাছড়ি উপজেলা সদরে স্কুল ছাত্রীদের অংশ গ্রহনে গত ২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ সমাপন করা হয়েছে।ক্রিকেট প্রক্ষিনার্থীদের ক্রিকেট খেলার দক্ষতা নিরূপন ও প্রতিভা যাচাই করনের লক্ষ্যে আজ ৫ মার্চ বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলা পরিষদ মাঠে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রশিণোত্তর এক ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রতিযোগিতা‘‘ অ’’ ও ‘‘ ই’’ গ্রুপে বিভক্ত করে এক টি-২০ ক্রিকেট খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।টসে জিতে প্রথমে ‘‘ ই ’’ গ্রুপ ব্যাটিং করার সুযোগ পায়। প্রথম ইনংসে ‘‘ ই ’’ গ্রুপ সবকটি উইকেট হারিয়ে সর্বোচ্চ ১১৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসের খেলায় ‘‘অ’’ গ্রুপ সবকটি উইকেট হারিয়ে সর্বোচ্চ ৯৯ রান সংগ্রহ করে । চুড়ান্ত ফলাফলে ‘‘ ই ’’ গ্রুপ মহিলা ক্রিকেট দল ‘‘অ’’ গ্রুপ মহিলা ক্রিকেট দলকে ১৫ রানে হারিয়ে দলীয় চ্যাম্পিয়ন ট্রফি এবং ‘‘’অ’ গ্রুপ ক্রিকেট বালিকা দল রানার্স-আপ ট্রফি লাভ করেছে।
রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে প্রশিক্ষনার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও বিজয়ী - বিজিত ক্রিকেট খেলার প্রতিযোগী দলকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি পুরস্কার বিতরন করেন জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। খেলায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ প্রদান করেন জুরাছড়ি ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমা (বিপিএড্)। প্রতিযোগিতায় ১ম আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. হাসান,২য় আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন অম্বু বিকাশ চাকমা এবং স্কোরের দায়িত্ব পালন করেন স্থানীয় ক্রিকেটার তনয় চাকমা।