শুক্রবার ● ৬ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে পাহাড়ি কিশোরিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক
রোয়াংছড়িতে পাহাড়ি কিশোরিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক
বান্দরবান প্রনিতিধি :: বান্দরবানের রোয়াংছড়িতে কাইন্তারমুখ পাড়া এলাকায় এক পাহাড়ি কিশোরিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক হলেন- পটুয়াখালী জেলার দশমিনা থানার দক্ষিণ আদমপুর উপজেলার ভরনপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্দা মো. মুকসেদ ইসলামের ছেলে মো. রাকিব ইসলাম (১৯)।
পুলিশ ও স্থানীদের সূত্রে জানাযায়, বান্দরবানের ঠিকাদার উজ্জ্বল দাশের বান্দরবান-রোয়াংছড়ি সড়ক নির্মান সাইটে কাইন্তারমুক পাড়ায় প্রায় দুই মাস যাবত ওই যুবক শ্রমিক হিসেবে কাজে নিয়োজিত ছিলেন। ওই সুবাদে গত মঙ্গলবার রাতে ১০টার দিকে ভিক্টিম শৌচাগারে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকায় শ্রমিক মো. রাকিব ইসলাম সুযোগ পেয়ে কিশোরিকে ভয় ভিত্তি প্রদর্শন করে হাত ধরে টেনে শৌচাগারে পাশেথেকে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণে চেষ্টা করেন।
ভিক্টিমের বাবা আপ্রু মং মারমা (৪২) বলেন, আমার মেয়ে মাত্র ১৪ বছর বয়স সে বাথরুমে যাওয়ার সময় রাস্তার কাজের লেবার রাকিব ইসলাম মেয়েটা কে ধর্ষণের জন্য হাত ধরে পাড়ার বাইরে নিয়ে যায়। সে আমার মেয়কে ধর্ষণ করতে চেয়েছে। আমি তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক ভূইয়া বলেন, কিশোরীকে ধর্ষণে চেষ্টার সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে আজ শুক্রবার আসামিকে আটক করেছি। এ ঘটনায় আর কেও জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। আসামির বিরোদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।