শনিবার ● ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ৪৬ লাখ টাকা ব্যয়ে মসজিদ রাঙামাটিতে সুন্দর মসজিদ উদ্বোধন
৪৬ লাখ টাকা ব্যয়ে মসজিদ রাঙামাটিতে সুন্দর মসজিদ উদ্বোধন
রাউজান :: পার্বত্য রাঙামাটির বেতবুনিয়া গজালীয়া হেমন্ত পাড়ায় সবচেয়ে সুন্দর একটি মসজিদ নির্মিত হয়েছে। এই সুন্দর মসজিদ ওই উপজেলার একটি পাহাড়ি এলাকায় নির্মিত হয়। জানা গেছে, চট্টগ্রামের ম্যাপ সু-লিমিটেড এর অর্থায়নে এ মসজিদ নির্মাণ করা হয়। এতে প্রায় ৪৬ লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ কাজের অর্থায়নে করেন ম্যাপ সু-লি:। মসজিদের নাম রাখা হয়েছে শাহ মালেকিয়া আল কুতুবী বায়তুন নূর জামে মসজিদ নামে। আজ শুক্রবার ৬ মার্চ কুতুব শরীফ দরবারের গদিনশীল ও পরিচালক হজরত শাহ্জাদা শেখ ফরিদ আল-কুতুবী (ম.জি.আ) এই মসজিদের শুভ উদ্বোধন করেন। এতে কুতুব শরীফ দরবারে বড় শাহ্জাদা, মুনিরুল মন্নান আল কুতুবী আল মাদানী (ম.জি,আ.)। এবং সেই জুমার নামাজ পড়ান, তিনি মুনাজাতে “করোনা ভাইরাস” থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন। উপস্থিত ছিলেন, ম্যাপ সু-লিমিটেড এর ডাইরক্টর হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা, প্রধান অতিথি ছিলেন, পার্বত্য জেলা পরিষদ রাঙামাটির সদস্য অং সুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম. চৌধুরী,কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সমশু দোহা চৌধুরী। এসময় দরবারে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আবদুল্লা ও হাফেজ মো. শেখ আক্তারুল হক, বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান কইশা ভাই তালুকদার, ইউপি সদস্যা হেলাল উদ্দিন ও মসজিদের পরিচালক মোহাম্মদ ফরিদ কুতুবী উপস্থিত ছিলেন।
কাঠ পাচারের দায়ে রাউজানে দুই ব্যক্তিকে অর্থদন্ড
রাউজান :: চট্টগ্রামের রাউজানে বনাঞ্চল থেকে কাঠ কেটে ইটভাটায় চালান করার অভিযোগে ভ্রাম্যামান আদালত দুই জনকে অর্থদন্ড দিয়েছে। গতকাল ৫ মার্চ বিকালে উপজেলার কদলপুর এলাকা থেকে চাঁদের গাড়িতে কাঠ নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ জানিয়েছেন তারা বে-আইনী ভাবে বনের কাঠ কেটে চালান করছিল। দন্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার কদলপুর ইউনিয়ের শমশের পাড়া গ্রামের কাঠ ব্যবসায়ী মোহাম্মদ বদরুল ও গাড়ির মালিক পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ রফিক। তাদের আটকের পর ভ্রাম্যমান আদালতের আইনে ২৯১ দন্ডবিধি মোতাবেক গাড়ি মালিক ও কাঠ ব্যবসায়ী প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে অর্থদ- দেয়া হয়েছে।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন