বুধবার ● ১১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে করোনা ভাইরাস সংক্রান্ত জণ সচেতনতামুলুক আলোচনা সভা
কাউখালীতে করোনা ভাইরাস সংক্রান্ত জণ সচেতনতামুলুক আলোচনা সভা
কাউখালী প্রতিনিধি :: কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে করোনা ভাইরাস সংক্রান্ত জণ সচেতনতামুলুক এক আলোচনা সভা আজ বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরি কল্পনা অফিসার ডাঃ সুইমী প্রু রোয়াজা, উপজেলা মহিলা ভ্ইাস-চেয়ারম্যান নিংবাইউ মরামা, উপজেলা ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমা, মেডিকেল অফিসার ডাঃ রেহানুল ইসলাম,ডাঃ শাহিনী তালুকদার।
এ সময় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন,কলমপতি চেয়ারম্যান ক্যাজাই মারমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ তমিজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ জহির উদ্দিন সহ আরো অনেকে। এ সময় অলোচনা সভায় বক্তারা বলেন করোনা ভাইরাস রোগ সংক্রান্ত কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে তা আমরা জানতে চাই কিন্তু এমন প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্র্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইমী প্রু রোয়াজা বলেন আমরা কেন্দ্র হতে সরকারী ভাবে এখন পর্যন্ত কোন ম্যাটেরিয়ালস পাইনি এবং বাংলাদেশের কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একন পর্যন্ত করোনা ভাইরাসের কোন ইন্সটুমেন্ট দেয়া হয়নি বলে তিনি জানান। কিন্তু কাউখালী উপজেলায় যদি কোথাও কোন করোনা ভাইরাস রোগে আক্রান্ত কোন রোগী পাওয়া যায় তাহলে তার রোগ নিরুপনের জন্য তার সকল পরিক্ষার জন্য আমরা তার সকল পরিক্ষা করার প্রয়োজনে আইইডিসিআর এ পাঠিয়ে দিব সেই রোগিকে চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করেছি। এ জন্য জরুরী ভিত্তিতে যোগাযোগের জন্য তিনি একটি জরুরী মোবাইল নম্বার দেন ০১৭৩০৩২৪৮৭২। অন্যদিকে করোনা ভাইরাস রোগ সম্বন্ধে ডাঃ শাহিনী তালুকদার বলেন এ রোগ কিভাবে ছড়ায় তা আমাদের সকল কে জানতে হবে যেমন আক্রান্ত ব্যাক্তির হাঁচি কাঁশির মাধ্যমে, আক্রান্ত ব্যাক্তিকে ¯পর্র্শ করলে,পশু পাখি বা গবাধী পশুর মাধ্যমে। এ রোগ হতে প্রতিরোধ সম্বন্ধে ডাঃ রেহানুল ইসলাম বলেন সাবান পানি দিয়ে হাত ধোয়া, না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি কাশিঁ দেয়ার সময় মুখ ডেকে রাখা,অসুস্থ পশু/ পাখির সংস্পর্শে না আসা,মাছ/মাংস ভাল ভাবে রান্না করে খাওয়ার জন্য জন সচেতনতামুলুক সভায় সকলকে পরামর্শ প্রদান করেন। অপরদিকে মুখে মার্কস ব্যাবহার সর্ম্পকে সভায় বক্তারা বলেন শুধু মাত্র করোনা ভাইরাস রোগে আক্রান্ত রোগী এবং তার সাথে সেবা প্রদানকারীরা মুখে মার্কস ব্যাবহার করবেন। অন্যরা মুখে মার্কস ব্যাবহার করার কোন প্রয়োজনীওতা নেই। জণ সমাগমে মুখে মার্কস ব্যাবহার করা যেতে পারে, নিজের সেফটির জন্য মুখে মার্কস ব্যাবহার করা যেতে পারে বলে ববÍারা মতামত ব্যাক্ত করেন ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শতরুপা তালুকদার বলেন যদি কোন দোকন বা ফার্মেসীতে কেউ যদি একের অধিক মুখের মার্কস ক্রয় করেন বা একের অধিক মার্কস অধিক দামে বিক্রি করেন এ ধরনের কোন তথ্য আমাদের নজরে আসে তা হলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে সংগে সংগে মোবাইল কোর্ট পরিচালানা করব বলে তিনি জানান।