বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা » ডিজিটাল নিরাপত্তা আইনে মানবজমিন সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ডিজিটাল নিরাপত্তা আইনে মানবজমিন সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ১২ মার্চ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনাকে সংবাদ মাধ্যমের উপর ‘নিপীড়ন ও এই আইনের চুড়ান্ত অপব্যবহার’ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যুক্তিগ্রাহ্য কোন কারণ ছাড়াই সংবাদপত্র ও সাংবাদিকদের কন্ঠরোধ করতেই ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির উদ্দেশ্যে এই মামলা রুজু করা হয়েছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন যুবলীগের বহিস্কৃত নেত্রী পাপিয়ার গ্রেফতারের পর প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে কথিত মানহানির অজুহাতে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে কোথাও মামলার বাদির নাম পর্যন্ত উল্লেখ নেই।
তিনি উল্লেখ করেন, নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন এর আগে ও পরে গণমাধ্যমসহ সকল মহলের প্রবল আপত্তি ও আশঙ্কার মুখে সরকার থেকে বারবার ঘোষণা দেয়া হয়েছিল এই আইন কোনভাবেই গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে না। সরকার তার কথা রাখেনি। সাম্প্রতিক মাসগুলোতে সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে বেশক’টি হয়রানিমূলক মামলা রুজু করা হয়েছে।
তিনি অনতিবিলম্বে মানবজমিন সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে দায়ের করা এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবি জানান।
একই সাথে তিনি দমন, নিপীড়ন, হয়রানি, চাপ ও ভীতি প্রদর্শনের হাতিয়ার নিবর্তনমূলক ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাতিল করারও দাবি জানান।