শনিবার ● ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বড়াইগ্রামে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
বড়াইগ্রামে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :: (৩০ জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময় দুপুর ২.১০মিঃ) নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি হিন্দু পাড়া বাসু ড্রাইভারের আম বাগান থেকে পুলিশ শনিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাহেন আলী মোল্লা (৫০) এর ঝুলনত্ম মৃতদেহ উদ্ধার করেছে৷ তার বাড়ি পাশ্ববর্তী ইউনিয়নের কামারদহ গ্রামে হলেও তিনি দীর্ঘ ২৮ বছর যাবত স্ব-পরিবারে শ্বশুর বাহিমালি গ্রামের ওসিমুদ্দিন প্রামাণিকের বাড়িতে বসবাস করছিলেন৷
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা জানান, নিহত রাহেন ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন৷ শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়৷ এ সময় মৃতদেহটির দুই পা রশি দিয়ে বাঁধা ছিলো৷ পড়নে প্যান্ট-শার্ট ও গলায় মাফলার ছিলো৷ ধারণা করা হচ্ছে, দুর্বাত্তরা রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ আম গাছের সাথে ঝুলিয়ে রেখে যায়৷
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই দয়াল কুমার ব্যাণার্জি জানান, রাহেন আলী মোল্লা একই এলাকার আব্দুল মোতালেব হত্যা মামলার ১৪৪ ধারা জবানবন্দি অনুসারে আসামী ছিলেন৷ এটা রহস্যজনক মৃত্যু ৷ লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি পরিস্কার হবে৷
জেলা পুলিশের এএসপি মো. মুন্সি সাহাবুদ্দিন, বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মো. এমরান হোসেন, স্থানীয় আওয়ামী নেতাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷