শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার
নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রাম থেকে নিখোঁজের ১৭ দিন পর কেয়া খাতুন নামের এক কিশোরী বধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মাঠের একটি কলাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। কেয়া খাতুন উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে। সে বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। স্বজনরা জানান, প্রায় ৪ মাস আগে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনছুর মালিথার ছেলে সাবজেল হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে বাড়িতেই ছিল। গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে বাড়ী থেকে সে নিখোঁজ হয়। তারপর থেকে কেয়া খাতুনের কোন খবর পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে দাদপুর গ্রামের মাঠে তার অর্ধ-গলিত লাশ পাওয়া যায়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, কলা ক্ষেতে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কি কারণে ও কিভাবে তাকে হত্যা করা হয়েছে জানাতে পারেনি পুলিশ।
১২টি চোরাই চারাই মোবাইলসহ ৬জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকূপার পল্লী থেকে চোরাই মোবাইল ও মহিলা মেম্বারসহ ৬জনকে আটক করেছে পুলিশ। শৈলকূপা থানা সুত্রে জানা গেছে গত ৮ ই জানুয়ারী শৈলকূপা থানা মুক্তিযোদ্ধা মার্কটের ভাই ভাই টেলিকোম থেকে তালা ভেঙ্গে চোরেরা মোবাইল ফোনসহ কয়েক লক্ষ্য টাকায় মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক নাজমুল হাসান চুরি হওয়া মাল উদ্ধারের জন্য শৈলকূপা থানায় অঙ্গতনামা ১৪ জনের নামে মামলা দায়ের করে। চুরিমাল উদ্ধারের জন্য পুলিশ বিভিন্নভাবে তদন্ত শুরু করে। তার জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার দিনব্যাপি অভিযান চালিয়ে শৈলকূপা উপজেলার বাখরবা গ্রামের মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে চুরি হওয়া ১২ টি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় মোবাইল চুরির সাথে জড়িত থাকায় মাগুরা জেলার শালিকা উপজেলার জিতেন রায়ের ছেলে অমিত রায়,বাখরবা গ্রামের রাবিউল ইসলাম, রিপন, মহিলা মেম্বার আফরোজা তার সতিন মিম খাতুনসহ ৬ ব্যাক্তিকে মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে পুলিশ আটক করে।উদ্ধার অভিযানে দায়িত্বে থাকা পুুলিশ কর্মকর্তা এস আই অমিত কুমার দাস ঘটনার সত্যতা স্বিকার করে বলেন এই চক্র দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি ও ছিনতাই কর্মকান্ডের সাথে জরিত।
অবৈধ ইঞ্জিনচালিত লাটা হাম্বারের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অবৈধ ইঞ্জিনচালিত যান লাটা হাম্বার চাপায় শওকত জোয়ার্দ্দার (৬০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের মৃত-আইজুদ্দিন জোয়ার্দ্দারের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর পানহাট সংলগ্ন রাস্তার উপর এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা ইখতিয়ার উদ্দিন জানান, তার চাচা বাইকেল চালিয়ে পান বিক্রয়ের জন্য ভবানীপুর পানহাটে যাচ্ছিলেন। সেসময় ওই এলাকায় সামনে থেকে আসা অপর একটি বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্রুতগতির একটি লাটাহাম্বা (ইটভাটার মাটি ও বালু টানার জন্য স্থানীয়ভাবে তৈরি অবৈধ ইঞ্জিনচালিত যান) গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফাড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। হরিণাকুন্ডু থানার উপপরিদর্শক আবদুল জলিল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।