সোমবার ● ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » করোনা আপডেট » আলীকদমে হাম-রুবেলা মোকাবেলায় এডভোকেসি সভা অনুষ্ঠিত
আলীকদমে হাম-রুবেলা মোকাবেলায় এডভোকেসি সভা অনুষ্ঠিত
আলীকদম প্রতিনিধি:: বান্দরবানের আলীকদমে হাম-রুবেলা মোকাবেলায় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সোমবার সকাল ১১ টায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ এইচ এন্ড এফ পি ও) এর কার্যালয়ে এস সভা অনুষ্ঠিত হয়। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, আগামী ১৮ মার্চ থেকে ২৪ মার্চ/২০২০ পর্যন্ত ১ম পর্যায়ে সারা দেশে ১ লক্ষ্য ৭৩ হাজার বিদ্যালয়ে এবং ২য় পর্যায়ে ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২ লক্ষ ৪৪ হাজার টি বিভিন্ন কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের হাম- রুবেলা’র টিকা দেওয়া হবে। এছাড়াও ৩ লক্ষ ১৫ হাজার রোহিঙ্গা শিশুকে এই টিকা দেওয়া হবে। যাতে আগামী ২০২৩ সালের মধ্যে হাম-রুবেলা দেশ থেকে সমূলে বিতাড়িত করা যায়। বক্তারা আরো বলেন হাম-রুবেলা একটি ভাইরাস জনিত রোগ, এই রোগে আক্রান্ত হলে রোগী সহজেই সুস্থ হয়ে গেলেও এর দীর্ঘস্থায়ী প্রতিক্রীয়ার কারণে মানব দেহের বড় ধরণের সমস্যা হতে পারে। সুতরাং এর যে কোন লক্ষন দেখা গেলে দ্রুত নিকটস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ব্যবস্থা নিতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন, ১নং আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিদারুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইস্কান্দর নুরী, আলীকদম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক মমতাজ উদ্দিন আহামদ প্রমূখ।