রবিবার ● ২২ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইল্যাছড়ি বাজারে অগ্নিকান্ড
নাইল্যাছড়ি বাজারে অগ্নিকান্ড
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি বাজারে আজ রবিবার দুপুরে অগ্নিকান্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়্।
সুত্র জানায় আজ রবিবার দুপুরে উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি বাজারে দুটি ছোট অবুজ শিশু জনৈক সাদ্দাম সওদাগরের হার্ডওয়ার দোকানে দিয়া শলাই নিয়ে খেলা করছিলো এমন সময় পাশে থাকা পেট্রোলে হটাৎ করে আগুন লেগে গেলে সংগে সংগে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাউখালী সদর হতে প্রায় ৭ কিলোমিটার পাহাড়ী প্রত্যন্ত এলাকা নাইল্যাছড়ি বাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনা বাহিনী, উপজেলা প্রশাসনের লোকজন ঘটনা স্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্থ দোকান গুলি হলো সাদ্দাম হোসেনের হার্ড ওয়ারের দোকান আনুমানিক ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৭/৮লক্ষ টাকা, মো. মামুনের মুদি দোকান আনুমানিক ক্ষয় ক্ষতির পরিমাণ ১০/১১ লক্ষ টাকা, মো. আব্দুল্যার মুদি দোকান আনুমানিক ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৪লক্ষ টাকার মতো, মো. মাঈনুদ্দিন হুজুরের ফার্নিচারে দোকান আনুমানিক ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকার মতো। জানা যায় অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো ক্ষয় ক্ষতি হয় বলে সংশ্লিষ্টদের ধারনা।