বুধবার ● ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে সেনাবাহিনী
করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে করোন ভাইরাস ঠেকাতে ও এটির নিয়ন্ত্রণ করতে আজ ২৫ মার্চ বুধবার সকাল থেকে নেমেছে।
জানা গেছে, বাংলাদেশ সরকারের ঘোষিত করোনা মোকাবেলায় দেশের লোকজনকে গণসচেতন ও নানা নিয়মাবলী সম্পর্কে শতভাগ কার্যকর করতে সারাদেশের পাশাপাশি রাঙামাটি শহরে এবং রাউজান উপজেলায় তাঁরা মাঠে নেমেছেন বলে জানা গিয়েছে। এদিকে সকাল থেকে রাউজানে এক প্লাটুন সেনা সদস্য কাজ করতে দেখা যাই।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চারটি গাড়ি বহর করে তাঁরা হ্যান্ড মাইক দ্বারা মানুষকে বিনা প্রয়োজনে ঘরের বাহির না হইতে আহবান করছেন। করোনা ভাইরাস নিয়ে আতষ্কিত না হয়ে সতর্ক ও সচেতন হওয়া জন্য সরকারি ও স্বাস্থ্য অধিদপ্তরে নির্দেশনা মেনে চলার আর্দশ দেন। এছাড়াও সেনা সুত্রে, সরকারের জারীকৃত আইন অমান্য করলে আইনগত কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে রাউজানে সকাল থেকে দেখা গেছে যারা মাস্ক ব্যবহার না করে রাস্তায় আসা বেশকিছু লোকজনকে শাস্তি প্রদান করেন তাঁরা।