বুধবার ● ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতা টহল
আত্রাইয়ে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতা টহল
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “করোনা ভাইরাস আতঙ্ক ও গুজব নয়, পরিচ্ছন্ন ও সতর্কতা করোনা ভাইরাস প্রতিরোধের উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াঁর দিক নির্দেশনায় উপজেলার প্রতিটি এলাকা গুলোতে সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে আত্রাই থানা পুলিশ।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলা সদরসহ প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে ও বিভিন্ন মোড়ে মোড়ে এ প্রচারণা চালানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার আহমদ আলী পিপিএম এর নেতৃত্ব মোটর সাইকেল এবং পুলিশ গাড়ি নিয়ে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং এর মাধ্যমে সকল পর্যায়ের মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়।
সরকারী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না আশা পর্যন্ত সাধারণ মানুষ যেন নিজ ঘরে পরিস্কার পরিচ্ছান্ন থাকে সে বিষয়ে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়। আত্রাই উপজেলার সাধারণ মানুষকে ঘরে সেবা দিতে আত্রাই থানা পুলিশ সবসময় প্রস্তুত এবং এ সংকট মোকাবেলায় নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান আত্রাই থানা টিম।
এসময় আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন, থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা, ডিএসবি নুরুল ইসলামসহ সকল এস আই , এ এস আই গন করোনা ভাইরাস প্রতিরোধে মোটর সাইকেল টহলে অংশনেন।
ছাত্রলীগের মাস্ক বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) এ স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
জানা যায়, আত্রাই উপজেলা চত্বরে সাধারণ মানুষের মাঝে ৩০০ পিস মাস্ক এবং ২০০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন আত্রাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আত্রাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ (স্বরূপ) এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন চত্বরে সাধারণ পথচারী ও যানবাহনের চালকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলালসহ আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান সোবহান রাসেল, আরিফুল ইসলাম আরিফ, অর্থ বিষয়ক সম্পাদক মুক্তা সরদার সন্জু, ছাত্রনেতা আদনান খোকন, স্বেচ্ছা সেবকলীগ নেতা সুরুজ প্রামানিক ও প্রান্ত প্রমূখ।