শুক্রবার ● ২৭ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনাভাইরাস : সর্বচ্চ সতর্কতা ঝিনাইদহে চায়ের দোকান ও জন সমাগম বন্ধ
করোনাভাইরাস : সর্বচ্চ সতর্কতা ঝিনাইদহে চায়ের দোকান ও জন সমাগম বন্ধ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলা জুড়েই বিভিন্ন স্থানে জন সমাগম ঠেকাতে প্রশাসনের বার বার অভিযান চলছে, চায়ের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার সকাল থেকেই এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে শহরের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। সে সময় ঝিনাইদহ থানা পুলিশ চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, হামদহ আরাপপুর, চাকলাপাড়া,মডার্নমোড়, জেলা কেন্দ্রিয় বাস টার্মিনাল, পাগলাকানা ও কোর্ট এলাকায় অভিযান চালিয়ে কাজ না থাকা ব্যক্তিদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেন ও চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া বেন্স টুল ভেঙ্গে দেন। এ সময় পুলিশ অনেক দোকান ও অফিস বন্ধ করতে সকলকে অনুরোধ করেন। তিনি বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন। করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ইতিমধ্যে উপজেলার ডাকবাংলার সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল হাট বন্ধ থাকবে। এছাড়াও শহরের দোকান ওষধ ফার্মেসি মুদি দোকান সহ অন্যান্য দোকান খোলা ছিল। তাছাড়া পরবর্তিতে মানুষের নিত্য প্রয়োজনীয় দোকানসহ কাঁচাবাজার, ওষুধ ও হাসপাতাল শুধুমাত্র খোলা রাখা যাবে।
করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের মাঝে পুলিশের সাবান ও মাস্ক বিতরণ
ঝিনাইদহ :: করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে এ সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এসময় মাইকিং করে মানুষকে ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়। বিকেলে সদর উপজেলার বড়াতলা, নারিকেলবাড়ীয়া বাজার, কুশাবাড়িয়া, হাটগোপালপুরসহ বিভিন্ন স্থানে গিয়ে খেটে খাওয়া মানুষের হাতে সাবান ও মাস্ক তুলে দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। এসময় করোনার সংক্রমন এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া, হ্যান্ডশেক, কোলাকুলি বন্ধ রাখা, সামাজিক দুরত্ব বজায় রাখা ও জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।
ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ঝিনাইদহ :: ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। প্রথমে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। করোনা ভাইরাসের কারনে দিবসটি পালন সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
শৈলকুপায় পেঁয়াজের প্রদর্শনী প্লটে বরাদ্দ বারী-১
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় উপসহকারি কৃষি কর্মকর্তা কনোজ কুমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। দেশের বীজ গবেষণায় উন্নতমানের জাত প্রসারের জন্য বারী-১ (তাহেরপুরী) পেঁয়াজের বীজ বরাদ্দ করা হলেও প্রদর্শনীপ্লটে শোভা পাচ্ছে লাল তীর পেঁয়াজ। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের পাল্টা-পাল্টি বক্তব্য পাওয়া গেছে। সরেজমিন দেখা যায়, শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের সাধুহাটি গ্রামে চলতি অর্থ বছরে এক একর জমিতে বারী পেঁয়াজ-১ প্রদর্শনী প্লট তৈরি করা হয়। চাষী মনিরুল ইসলাম জানান, কনোজ কুমার তাকে চাষাবাদে নানাভাবে সহযোগিতা করার আশ^াস দিয়ে বারী পেঁয়াজ-১ বীজ উৎপাদনে উৎসাহীত করে। এরপর তথ্য গোপন করে গত বছরের ১০ ডিসেম্বর বারী পেঁয়াজ-১ এর পরিবর্তে ৩৫ মন লালতীরের বীজ সরবরাহ করে উপসহকারি কৃষিকর্মকর্তা কনোজ কুমার। একাধিক কৃষক জানায়, বীজ কোম্পানীর কাছ থেকে মালপানি খেয়ে কনোজ কুমার সরকারী ভাবে সরবরাহকৃত বারী পেঁয়াজ-১ এর প্রদর্শনী প্লটে লাল তীর ঢুকিয়ে দিয়েছে। সুত্র জানায় সাধুহাটী গ্রামের কৃষক মনিরুল ইসলাম প্রথম থেকেই বারী পেঁয়াজ-১ প্লট উৎপাদনে আগ্রহ না দেখালে তাকে ভুলভাল বুঝিয়ে প্লটের জমি নির্দিষ্ট করে লালতীরের বীজ লাগিয়ে দেওয়া হয়। বর্তমান ওই জমিতে লাল তীর পিয়াজ উৎপাদন হলেও সাইনবোর্ড ঝুলছে বারী পেঁয়াজ-১ এর। এলঅকার চাষি বিল্লাল শেখ ও প্লট মালিকের চাচাতো ভাই কমির উদ্দিন জানান, এ প্রদর্শনী প্লটে লালতীরের বীজ উৎপাদন হচ্ছে কিন্তুু উর্ধ্বতন কর্মকর্তাগন গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে চাষীদের উক্ত প্লট মালিকের কাছ থেকে বারী পেঁয়াজ-১ (তাহেরপুরী) এর বীজ সংগ্রহের কথা বলে গেছেন। একই এলাকার চাষী নজরুল ইসলাম প্রশ্ন রেখে বলেন, আবাদ হয়েছে লালতীর বীজ অথচ কর্মকর্তাগণ বারী-১ (তাহেরপুরী) পেঁয়াজ বীজ ক্রয়ে উৎসাহ দেওয়ার নেপথ্য কি ? একাধিক চাষী জানান, শৈলকুপা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনোজ কুমার তথ্য গোপন করে চাষীকে ভূলভাল বুঝিয়ে সরকারের বীজ উৎপাদন গবেষণাকে বিতর্কিত করতেই হয়তো প্রাইভেট কোম্পানীর বীজে উৎপাদনে সহযোগিতা করছেন। চাষীরা জানান, তাহেরপুরী পেঁয়াজ অনেক ভাল অধিক ঝাঁঝ। আকার চেপ্টা গোলাকার, বোটা চিকন, মধ্যম আকৃতির লালচে বর্ণের। অথচ সাধুহাটী গ্রামের প্রদর্শনী প্লটে লাগানো পেয়াজের সাথে কোন মিল নেই। এ ব্যাপারে শৈলকুপা উপসহকারি কৃষি কর্মকর্তা কনোজ কুমার জানান, অফিস থেকে সরবরাকৃত বীজ সংগ্রহ করেই কৃষক মনিরুল ইসলামের প্লটে রোপন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু জানান, বীজ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষন কৃষি বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন ব্যক্তির কর্মকান্ডের জন্য সরকারের কৃষি বিভাগের বীজ গবেষণাগার বির্তকিত হবে এমন দায়ভার অফিস বহন করবেনা। তিনি বলেন কোন অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের কুইক রেসপন্স টিম গঠন
ঝিনাইদহ :: করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে পুলিশ বিভাগ। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইনসে টিম গঠন করে তাদের বিভিন্ন বিষয়ে দিক নিদের্শনা দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। পরে থানা ও ডিবি পুলিশ শহরের পোষ্ট অফিস মোড়, হামদহ, চুয়াডাঙ্গা বাসন্ট্যান্ড, পাগলা কানাই এলাকাসহ বিভিন্ন স্থানে টহল দেয়। এসকল স্থানে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দোকানপাঠ খোলা রেখে বাকি সবধরনের দোকান বন্ধ রাখতে এবং জন সমাগম এড়াতে নির্দেশ দেয়। এছাড়াও হ্যান্ড মাইক হাতে নিয়ে সাধারণ মানুষদের মাস্ক ব্যবহারের পাশাপাশি ঘরের বাহিরে বের হতে নিষেধ করে।
মহেশপুরে ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ, আটক ২
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ৭ম শ্রেনীর ছাত্রী কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । এ সময় ২ধর্ষক কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। এলাকাবাসী জানান , বুধবার রাতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সবদুল হোসেনের মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী প্রকৃতির ডাকে সাড়াদিয়ে বাইরে বের হলে একই ইউনিয়নের সাড়াতলা গ্রামের তিন ধর্ষক তাকে ধরে বাড়ীরপাশে কলা খেতে নিয়ে ধর্ষন করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশিরা এসে ধর্ষক সাড়াতলা গ্রামের মুজিবর রহমানের ছেলে সাহাবুল ইসলাম শান্তি (২০) সুজন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২০) কে আটক করতে পারলেও আরো এক ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী ২ ধর্ষক কে আটক করে থানায় সোপর্দ করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোরশেদ হোসেন খান জানান, ধর্ষনের ঘটনায় ২জন কে আটক করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। ধর্ষিত মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অবশেষে দাম কমলো সেই আলোচিত ১’শ ৯০ টাকায় ইনজেকশন এখন থেকে ১০৫ টাকা রেটে বিক্রয়
ঝিনাইদহ :: অবশেষে দাম কমলো ঔষধের। সেই আলোচিত ১’শ ৯০ টাকায় ইনজেকশন এখন থেকে ১০৫ টাকা রেটে বিক্রয় করবে ফার্মেসীরা। তারা ক্লিনিক্যাল ঔষধে ক্রয় মূল্যে থেকে ১০ পার্সেন্ট মুণাফা এবং সাধারন ঔষধ্ক্রয়ে দামের পর শতকরা ৩%. ও হারবার আয়ুর্বেদ ঔষধে ৫০% কম নেবার চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। বুধবার দুপুওে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাতে এম,পি আনোয়ারুল আজিম আনার, মেয়র আশরাফুল আলম আশরাফ, সাংবাদিক ও ফারিয়া নেতৃবৃন্দের উপস্থিতিতে ঔষধ ব্যবসায়ীদের সাথে ঔষধের প্রকৃত মূল্য নিধারনে এক সমঝোতা বৈঠকে ওইসব সিদ্বান্ত গৃহিত হয়। এবং অদ্য থেকেই তা কার্ষ্যকর করবে বলে কালীগঞ্জ ঔষধ ব্যাবসায়ী নেতৃবৃন্দগন সভাতে ঘোষনা দিয়েছেন। কালীগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্টিত মতবিনিময়ে মেয়র আশরাফ জানান, গত ৬ মাস ধরে কালীগঞ্জের ঔষধ ব্যাবসায়ীরা সমিতির অজুহাতে এমআরপি রেটের ঔষধ বিক্রয় করছিল। নিত্যপ্রয়োজনীয় ওইসব ঔষধ কিনতে গিয়ে সাধারন মানুষ নাজেহাল ও সর্বশান্ত হচ্ছিল। কিন্তু পাশর্^বর্তী জেলা যশোর,মাগুরা,কুষ্টিয়া ও খুলনা সহ বিভিন্ন শহরে এমআরপি রেট বাদেও নগদ ছাড়ে ঔষধ বিক্রি হওয়ায় কালীগঞ্জে পৌরবাসীর সাথে ব্যাবসায়ীদের প্রতিনিয়ত বাকবিতন্ডা বাধছিল। সর্বশেষ গত সোমবার ইনসেপটা কোম্পানীর ৯৫ টাকার এক্্িরফিন ১ গ্রাম আইভি ইনজেকশনটি ১’শত ৯০ টাকা বিক্রি নিয়ে বিরোধ চরমে আসে। শেষ অবধি এ নিয়ে পত্র পত্রিকায় খবর বের হলে বিষয়টি আরো জটিলতায় পৌছে। এরপর ঔষধ ব্যাবসায়ীগন পৌর মেয়রের স্বরনাপ্নন হলে তিনি এমপি মহোদ্বয়ের সাথে আলোচনা করেই তা নিরসনের এক মতবিনিময়ে বসার আয়োজন করেন। বুধবার অনুষ্টিত দীর্ঘ ওই মতবিনিময়ে ঔষধ ব্যাবসায়ীগন পূর্বের ন্যায় উপরোক্ত ছাড়ে ঔষধ বিক্রির প্রতিশ্রুতি দেন। এ মত বিনিময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ঔষধ ড্রাগ সমিতির সভাপতি সাখাওয়াৎ হোসেন, সাখারন সম্পাদক আব্দুল জব্বার, লিটন ফার্ম্মেসীর লিটন মিয়া, সাহা ফার্ম্মেসীর বাবলু সাহা, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন, সাংবাদিক টিপু সুলতান, তারেক মাহমুদ, হাবিব ওসমান, আরিফ মোল্ল্যা ও রিয়াজ মোল্ল্যা, ঔষধ পরিবেশক ফারিয়ার সভাপতি আশিকুর রহমান সোহাগ সহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি ও পৌরসভার কাউন্সিলরগন।