শনিবার ● ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ধর্ম » মারজিন বিহারে বনভান্তের মহাপ্রয়াণ দিবস উদযাপিত
মারজিন বিহারে বনভান্তের মহাপ্রয়াণ দিবস উদযাপিত
চট্টগ্রাম প্রতিনিধি :: (৩০ জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময় রাত ১১.৩০মিঃ) চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভাধীন কধুরখীল মারজিন বিহারে সর্বজন পূজ্য রাঙামাটি রাজবন বিহারের প্রয়াত অধ্যক্ষ ভদন্ত সধনানন্দ মহাথের বনভান্তের ৪র্থ মহাপ্রাণ দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল হাজার মোমবাতি প্রজ্জ্বলন, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্মসভা, কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষু’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কধুরখীল জ্ঞানদয় বিহারের অধ্যক্ষ সত্যানন্দ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন মিলনেন্দু বড়ুয়া, সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন কধুরখীল বৌদ্ধ শ্মশান উন্নয়ন কমিটির সভাপতি উত্তম কুমার বড়ুয়া, কধুরখীল মারজিন বিহার কমিটির সহ- সভাপতি দেবপ্রিয় বড়ুয়া, উপস্থিত ছিলেন প্রিয়রঞ্জন বড়ুয়া, সুশীল বড়ুয়া, সৈকত বড়ুয়া, রিপন বড়ুয়া ও কধুরখীল মারজিন বিহার ও জ্ঞানদয় বিহারের দায়ক দায়িকা বৃন্দ।